Header Ads

বাংলদেশে চট্রগ্রামে শিক্ষক নির্যাতন চলছে, বাংলার মানুষ বিস্ময়কর ভাবে নীরব

অমল গুপ্ত ,কোলকাতা বাংলদেশে লাগাতার  হিন্দু নির্যাতন চলছে।এবার শিক্ষাপ্রতিষ্ঠান গুলির হিন্দু প্রধান শিক্ষক দের মারধোর করে বিতারণ করা হচ্ছে।    পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ  জেলাতে একাংশ মাদ্রাসা  তে শিক্ষার  আড়ালে মগজধোলাই  চলছে।খাগড়াগড় পর পাকিস্থানের মদতে আনসারুল্লা বাংলা    ঘাটি গেড়েছে।মুর্শিদাবাদ জেলার হরিহর পাড়ার এক মাদ্রাসা তে বেআইনি  জেহাদি গ্রন্থের  হদিস পাওয়া গেছে।অসমের ধুবড়ি  , কোকরাঝার   সহ  অঞ্চলে  পাক জঙ্গি যোগ আসারুল্লা বাংলার যোগ পাওয়া যাচ্ছে। ভারত বাংলদেশে  ২ হাজারের বেশি সীমান্ত তারমধ্যে  ,৯৬৩ কিলোমিটার  কোনো বেড়া নেই।মুর্শিদাবাদের সঙ্গে ৯৩ কিলোমিটার সীমান্ত উন্মুক্ত। লালগোলা  সহ কয়েকটি অঞ্চলে দিয়ে অনুপ্রবেশ চলছে বলে অভিযোগ আসছে। সীমান্ত জলঙ্গি থেকে তিন   বাংলাদেশি  বিএসএফের  হাতে গ্রেফতার।  অসম সীমান্তে  অনুপ্রবেশ চলছে।



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.