Header Ads

আজ শুভ মঙ্গলবার সবার শুভ হোক

*হরি ওঁ*               
 
 চন্দন সিনহা 

করাগ্রে  বসতে লক্ষ্মীঃ 
করমধ্যে সরস্বতী ৷
করমূলে তু গোবিন্দঃ
প্রভাতে  করদর্শনম্ ৷৷     

সমুদ্র বসনে দেবি !
পর্বতস্তনমণ্ডলে ৷
বিষ্ণুপত্নি ! নমস্তুভ্যং
পাদস্পর্শং ক্ষমস্ব মে ৷৷

 ব্রহ্মামুরারিস্ত্রিপুরান্তকারী
ভানুঃ শশী ভূমিসুতো বুধশ্চ ।
গুরুশ্চ শুক্রঃ শনি-রাহু-কেতবঃ
কুর্বন্তু সর্বে মম সুপ্রভাতম্  ।।

ওঁ সচ্চিদানন্দরূপায়
নমোস্তু  পরমাত্মনে ৷
জ্যোতির্ময়স্বরূপায় 
বিশ্বমাঙ্গল্য মূর্তয়ে ৷৷

 প্রভাতের শুভ্র শুভেচ্ছা ৷।

আজ মঙ্গলবার ...................

৫১২৬ কলিযুগাব্দ ।। ২০৮১ বিক্রম সংবৎ ।।  ১৯৪৬ শকাব্দ ।।  ৫৩৯ শ্রীচৈতন্যাব্দ ।। ২৫৬৮ বুদ্ধাব্দ ।। ১ লা পৌষ ১৪৩১ বঙ্গাব্দ ।। ১৭ ই ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ ।।  সূর্যোদয় ৬:১৪ মিনিট ।৷ সূর্যাস্ত ৪:৫১ মিনিট ৷। দ্বিতীয়া তিথি ।। আজ দুপুর ১২:২৫ মিনিট পর্যন্ত ।। পরে তৃতীয়া তিথি ।। কৃষ্ণ পক্ষ ।। পুনর্বসু নক্ষত্র  ৷।  জন্মরাশি - মিথুন ।।

     *আজ জাতীয় পেনশনভোগী দিবস ।* 

    *১৯৩১ সালের আজকের দিনেই প্রশান্ত চন্দ্র মহলানবীশ কলকাতায় ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন ।* 

    *১৯৪২ সালের আজকের দিনেই বিপ্লবী সতীশচন্দ্র সামন্ত তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠন করেন ।* 
        
যে সমস্ত ভারতীয়দের আজ জন্মবার্ষিকী :- 

১ | বাঙালি সাংবাদিক *বঙ্কিমচন্দ্র সেন* (১৭/১১/১৮৯২) ।

২ | ভারতীয় রবীন্দ্র সংগীত শিল্পী *মালতী ঘোষাল* (১৭/১২/১৯০২) ।

৩ | বাঙালি কথাসাহিত্যিক ও সাংবাদিক *দেবেশ রায়* (১৭/১২/১৯৩৬) ।



যে সমস্ত ভারতীয়দের আজ মৃত্যুবার্ষিকী :-

১ | প্রখ্যাত বাঙালি লেখক , সম্পাদক ও অনুবাদক *চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়* (১৭/১২/১৯৩৮) ।

২ | নাক-কান-গলা বিশেষজ্ঞ ভারতীয় চিকিৎসক এবং মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা *ড.শ্রীরাম লাগু* (১৭/১২/২০১৯) ।


আজকের দিনটি শুভ ও মঙ্গলময় হোক ।।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.