Header Ads

বাংলাদেশে বিজয় দিবস চলছে ,সঙ্গে ভারত বিদ্বেষ ,হিন্দু নির্যাতন অব্যাহত

অমল গুপ্ত ,কোলকাতা    বাংলদেশে  বিজয় দিবস উদযাপিত হল। ভারত বাংলদেশে পালিত হল।কিন্তু ইউনিস সরকার সেই দেশের দু কোটি বাঙালি হিন্দু কে সুরক্ষা দিতে পারছে না। মহিলাদের জীবন জীবিকা সুনিশ্চিত  নেই। আইনজীবী  রমেন্দ্র নাথ রায়  গুরুতর আহত অবস্থায় হাসপতালে পরে আছেন। মৌলবাদী  আইন  জীবি  দল   মারধর করে। যিনি জেল বন্দি চিন্ময় কৃষ্ণ দাসের জামিন চেয়ে    ছিলেন সেই অপরাধে তাকে মৌলবাদী আইনজীবীরা মারধর করেন অপর দিকে ওই দেশের সুপ্রিম কোর্টের  ৭৩ বছরের আইনজীবী একাই লড়ে  যাচ্ছেন। তিনি চিন্ময় কৃষ্ণের পাশে দাঁড়িয়েছে। তাঁকে সহকর্মী আইন জীবিরা পর্যন্ত  মারধোর করেছে।তারপরেও তিনি জীবনের ঝুঁকি নিয়ে  ভারতে এসেছেন।এবিপি আনন্দ কে এক সাক্ষাৎকারে অভিযোগ করেন ৩০'৪০ আইনজীবী তাকে মারধর করেন। ওরা দাবি করেছে  বাংলদেশে সংখ্যালঘু নেই। সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ বলেন  বাংলদেশে স্বাধীনতার  জন্যে লড়াই করেছে।  মানবাধিকার লড়াই করার  অঙ্গীকার করেন বলেন মরতে ভয় পায়না ।ফরহাদ  আজহার  মত বিশিষ্ট কবি ভারতের পক্ষে কথা বলছেন অপরদিকে বি এন পি ভারতের সঙ্গে লড়াই করার শপথ নিলেন বিজয় দিবসে । বিজয় দিবসে উপদেষ্টা প্রধান মহম্মদ ইউনূস ভারতের অবদান উল্লেখ করেন নি। কলকাতায় বিজয় দিবসে  প্রাক্তন সেনা প্রধান  শংকর  রায় চৌধুরী  বাংলদেশে মৌলবাদী  হিন্দু বিরোধী ভয়াবহ পরিস্থিতির করা বলেন। কার্তিক মহারাজ  বাংলদেশে ৯৩ হাজার পাক সেনাকে ভারতে আশ্রয়  দানের কথা উল্লেখ করে বলেন  ভারতের ১৬ জন সেনা রাস্তা ভুল করে  বাংলদেশে সীমান্তে ঢুকে পড়ে ছিলেন বাংলদেশে দুষ্কৃতীরা সেই  সেনাদের উপর  অত্যাচার করে অঙ্গ প্রত্যঙ্গ কেটে নেয়।এই ভয়াবহ কথা উল্লেখ করে বলেন ভারতবর্ষ  কিন্তু মানবতা র দেশ। এই ধরনের আত্মত্যাগ  তুলনা নেই। মাস্টারদা সূর্য সেনের   জনভূমি থেকে এসে রবীন্দ্র ঘোষ বলেন





























কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.