কিং বদন্তি তবলা শিল্পী জাকির হোসেন প্রয়াত
নয়া ঠাহর ,কোলকাতা: দেশের কিংবদন্তী তবলা শিল্পী ভস্তাদ জাকির হোসেন আমেরিকার এক হাসপতালে গতকাল ৭৩ বছরে মারা গেছেন। সুরের জগতে শোকের ছায়া । পদ্মভূষণ থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ের সব সম্মান পেয়েছেন তবলা শিল্পী ওস্তাদ জাকির হোসেন। তাঁর মৃত্যুতে মুখ্যমন্ত্রী সহ অনেকেই শোক প্রকাশ করেন আমেরিকার কারলিফোনিয়া এর হাসপাতালের আই সি ইউ তে ভর্তি ছিলেন। তিনি তাঁর তাল ছন্দ বিশ্বের দরবারে পৌঁছিয়ে দিয়েছিলেন দিয়েছিলেন। কিংবদন্তি শিল্পী আল্লা রেখার সন্তান জাকির হোসেন বহুদিন হার্টের রোগে ভুগছিলে








কোন মন্তব্য নেই