হরষিত গগৈ ব্যাডমিন্টন অল ইন্ডিয়া সাব জুনিয়র চ্যাম্পিয়ন ট্রফি লাভ
নয়া ঠাহর ,গুয়াহাটি : দিব্রুগর অনুষ্ঠিত অল ইন্ডিয়া সাব জুনিয়র রাঙ্কিং আন্ডার থার্টিন বয়েজ ২০২৪ ব্যাড মিন টান চ্যাম্পিয়ন ট্রফি লাভ করেন হরষিত গগৈ । বর্তমান গুয়াহাটি বকুল বন হাউসিং কমপ্লেক্স বাসিন্দা হরষিত গগৈ দিব্রুগরে অনুষ্ঠিত হয়। বাবা অংশুমান গগৈ, মা ডেইজি গগৈ একমাত্র পুত্র হরষিত শিশুকাল থেকেই খেলাধুলার প্রতি আগ্রহী ।মা ডেইজি পুত্রকে সঙ্গে নিয়েই দেশের বড় বড় টুর্নামেন্ট গুলিতে অংশগ্রহণ করেন।আগামী তে জম্বু তে অল ইন্ডিয়া সাব জুনিয়র রাঙ্কিং থার্টিন বয়েজ টুর্নামেন্ট ফাইনাল হবে।বলে ডেইজি জানান।








কোন মন্তব্য নেই