ইসকন হিন্দু ধর্মের আর্ন্তজাতিক প্রতিষ্ঠান তাদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা বাংলদেশ সরকারে র
নয়া ঠাহর ,গুয়াহাটি :" ইসকন" এক আর্ন্তজাতিক পর্যায়ের হিন্দু ধর্মের প্রতিষ্ঠান।তাদের বিরুদ্ধে বাংলদেশে সরকার রাষ্ট্রদ্রোহ এর মামলা রুজু দ করেছে ।১৮ জন ধর্মগুরুর বিরুদ্ধে কেস দিয়েছে বাংলাদেশের সরকার। এই বাংলাদেশ আজ সব কিছু নিয়ন্ত্রণহীন। ভারতকে টাকা মিটিয়ে দিতে না পারায় আদানি গোষ্ঠী বাংলদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার সতর্ক বার্তা জরিকরে সাত দিনের সময় দিয়েছে।সেই ভারতের বিরুদ্ধে বাংলাদেশ লড়াই জারি রেখেছে।








কোন মন্তব্য নেই