
নয়া ঠাহর,, অমল গুপ্ত ,গুয়াহাটি : পুরীর মন্দিরে ফাটল ধরে গেছে।বহু প্রাচীন মন্দিরের দেওয়াল ফাটল ধরাতে কর্তৃপক্ষ উদ্বেগ প্রকাশ করেছে। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ ঘটনা স্থল এসে পরীক্ষা করেছে বলে জানা গেছে। ফাটল ধরার কারণ জানা যায় নি। সাগরের কাছে অবস্থিত বহু প্রাচীন জগন্নাথ বলভদ্র মন্দির বিশ্বের হিন্দু সম্প্রদায়ের তীর্থ ক্ষেত্র।প্রতিদিন হাজার হাজার ভক্ত সমাগম হয়।
কোন মন্তব্য নেই