অসমে বাঘ হত্যার চেষ্টায় ৮ যুবক গ্রেফতার
অমল গুপ্ত ,কান্দি জেল রোড ,মুর্শিদাবাদ: অসমের ঘোলাঘাট জেলার জাখলাবাঁধা থানা এলাকাতে কলাং নদী পার হওয়ার সময় এক বাঘ কে দুষ্কৃতীরা ঢিল ছুড়ে হত্যার চেষ্টা করে বাঘটি চোখ আঘাত লাগে রীতিমত আহত হলে কাজিরাঙা কর্তৃপক্ষ বাঘটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায় ।ভিডিও দেখে ৮ যুবক কে পুলিশ গ্রেফতার করে। অপর অসমের ঘটনায় এক পথ কুকুর ৫ টি বাচ্চা দিলে তাদের মাকে নৃশংস ভাবে হত্যা করা হয়। অসহায় অনাথ শাবক গুলি মৃত মায়ের বুকের দুধ যাওয়ার চেষ্টায় ছবি দেখে স্থানীয় মহিলারা শিহরিত হয় । দাদুল নামে যুবকটি বয়লার চুরি করতে এসে বাধা প্রায় তাতেই ক্ষোভে মেরে ফেলে তাদের মাকে।অসমের এই দুই ঘটনায় পুলিশ কড়া পদক্ষেপ গ্রহণ করে।অসহায় জীবের উপর আক্রমণ রোধে পুলিশের পদক্ষেপ প্রশংসা লাভ করে।তবে বাঘটি আক্রমণের ফলে অন্ধ হয়ে গেছে। রক্তাত্ব বাঘের ছবি ।
কোন মন্তব্য নেই