Header Ads

কান্দি তে রাস উৎসব

রাস উৎসব কান্দির রাজবাড়িতে 
 শুক্রবার রাস উৎসবকে ঘিরে কান্দি রাজ পরিবারের রাধাবল্লব মন্দিরে জনজোয়ার তৈরি হল। টানা ১০ দিন ধরে রাস উৎসব চলবে রাজ পরিবারের মন্দিরে। মেলা, কার্তনগান ও বাউল গানের আয়োজন করেছেন মন্দির কর্তৃপক্ষ।
   মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা যায় সকালের সূর্য উদয় হওয়ার আগে থেকে রাস উৎসব শুরু হয় কান্দি রাজবাড়ীর রাধাবল্লভ মন্দিরে‌। ওই দিন ভোর থেকেই ওই মন্দিরে দর্শনার্থীদের ভিড় শুরু হয়। টানা তিন দিন ধরে রাস উৎসবের কারণে বিশেষ পুজো হয় ওই মন্দিরে। ওই মন্দিরের সাধারণ মানুষের ভিড় হয় চোখে পড়ার মতো। বহু গ্রামের বাসিন্দারা ওই মন্দিরের ভিড় করেন। রাস উৎসবকে ঘিরে রাসের দিন থেকে পর পর তিন দিন ধরে যে বিশেষ পুজো হয়। সেখানে সকাল থেকে রাত পর্যন্ত নয় বার ভোগ নিবেদনের রেওয়াজ আজও ধরে রেখেছেন ওই মন্দিরের কর্তৃপক্ষ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.