Header Ads

আমেরিকা প্রেসিডেন্ট পদে ভারতীয় বংশোদ্ভুত প্রথম মহিলা কমলা হ্যারিস বসবেন?

নয়া ঠাহর ,গুয়াহাটি :  আগামী কাল ৫নভেম্বর আমেরিকা প্রেসিডেন্ট।  পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।  চার ভাষার মধ্যে এক  ব্যালট পেপার বাংলাতে ছাপা হয়েছে। নিউ ইয়র্ক নগরে ২০০ ভাষা ভাষীর মানুষ বাস করে। বাংলাভাষী মুসলিম এক বৃহৎ সংখ্যক বাস করে। ব্রিটেনে ও বাংলাভাষী মুসলিম সংখ্যা সর্বাধিক। সেই দিকে চেয়ে বাংলা ভাষাতে ব্যালট পেপার।দক্ষিণ ভারতের এক গ্রামে জন্ম প্রেসিডেন্ট পদ প্রার্থী কমলা হ্যারিস ।তার জেতার  সম্ভ বনা উজ্জ্বল। কমলা জিতলে ইতিহাস জন্ম হবে।আমেরিকা তে লক্ষাধিক বাঙালি ভোটার। ডোনাল্ড  স্ট্যাম্প  না কমলা  হ্যারিস কে জিতবে ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হবে।






কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.