Header Ads

নেতাজি কে নিয়ে ভাবনা

২০২৫-এর ২৩শে জানুয়ারি নেতাজি জয়ন্তী পালনের জন্য আর বেশি সময় বাকি নেই । মাসদুয়েক হাতে । আন্তরিক ভাবে ভাবিত কয়েকজনকে নিয়েই এই অনুষ্ঠান করা যায়। হঠাৎ করে একদিন চেয়ার-টেবিল জোগাড় করে ছবি উঠিয়ে পত্রিকা ও টিভি নিউজ করে নেতাজির নামে অনুষ্ঠান দেখলে কষ্ট হয়। তার চেয়ে আগে থেকে কিছুদিন সময় নিয়ে নেতাজির বিষয়ে ন্যূনতম সচেতনতা তৈরি করার কাজটা অন্তত করা উচিত। তারপর তার উপস্থাপনা দিয়ে  দিনটি নিষ্ঠাভরে পালন করলে যথার্থ হয়।  সেজন্য প্রদীপ জ্বালাবার আগে সলতে পাকাবার এই প্রস্তুতি পর্বটি শুরু করার সময় হয়ে গেছে বলে মনে করি। দুর্গাপূজার আগে বিশ্বকর্মা পূজার দিন থেকে প্যান্ডেল তৈরি শুরু হয়। আমরা ঠিক দু-মাস আগে এই নভেম্বরের ২৩ তারিখটিতে নানা মঞ্চে এক একটা আনুষ্ঠানিক ছোট মিটিং করে নেতাজি-জয়ন্তীর "সংকল্প" পর্যায়টি সেরে ফেলতে পারি। সে অনুযায়ী সবাইকে অনুরোধ করছি -  নভেম্বরের ২৩ তারিখ  মিটিং করে এই মর্মে  সিদ্ধান্ত নিন ২০২৫ এ নেতাজি জয়ন্তী পালন করা হবে এবং তা সংবাদ মাধ্যমে জানিয়ে দিন। একই সঙ্গে নানা স্থান ও স্তর থেকে এই সিদ্ধান্ত একটা বিশাল শক্তির পরিচায়ক হবে। ২৩ তারিখের মিটিং-এর প্রস্তুতি এখনই আরম্ভ করুন‌। ধন্যবাদান্তে -
শ্রী জহরলাল সাহা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.