দেশের বিশিষ্ট অভিনেতা বাঙালি নাট্য ব্যক্তিত্ব মনোজ মিত্র ৮৬ বয়সে চলে গেলেন
নয়া ঠাহর ,কোলকাতা : দেশের বিশিষ্ট অভিনেতা মনোজ মিত্র আজ কলকাতা সল্ট লেক বেসরকারি হাসপাতালে শেষ নঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে বয়স হয়েছিল ৮৬ বছর। বাংলাদেশের সাতক্ষীরা র আদিবাসিন্দা কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ মনোজ বাবু ১০০ বেশি নাটক লিখেছেন। চাক ভাঙ্গা মধু, নরক গুলজার , বান চ্ছা রামের বাগান ,ইত্যাদি শতাধিক নাটক রচনা করেন।প্রথম নাটক মৃত্যু র চোখে জল। সত্যজিত রায় ,মৃণাল সেন সহ বহু পরিচালকের সিনেমাতে অভিনয় করেন। যে কথা আলোর মুখ দেখেনি এই বিশিষ্ট অভিনেতা মনোজ মিত্র শেষ বয়সে দরিদ্র তার কবলে পারেন। বাড়ি থেকে তার ব্যক্তিগত সামগ্রী ফেলে দেওয়ার অভিযোগ আছে। কলকাতায় তাকে গান স্যালুট দিয়ে শেষ সম্মান জানানো হয়। বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন গুয়াহাটিতে একা ও কয়েকজন সাহিত্য গোষ্ঠী অভিনেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করেছেন। সারা বিশ্বে যেখানেই বাঙালি সেখানেই মনোজ মিত্র নাটক হবেই।
কোন মন্তব্য নেই