Header Ads

পশ্চিমবঙ্গের আদলে অসমে ও হুমকি সংস্কৃতি চলছে

অমল গুপ্ত ,৯ নভেম্বর ,গুয়াহাটি:পশ্চিমবঙ্গে  এক জুনিয়র ডাক্তার হুমকি সংস্কৃতির বলি হলেন। এই রাজ্যে  অধিকাংশ মেডিক্যাল কলেজ  পড়ুয়া ডাক্তারদের পাশ ,ফেল, ভর্তি করার ক্ষেত্রে মোটা অঙ্কের টাকা লেনদেন , মাদক  সেক্স কালচার সবই চলে।    কলকাতা আর জি কর মেডিক্যাল কলেজে  জুনিয়র ডাক্তার নিজের জীবন দিয়ে প্রমাণ করে দিলেন  সেই রাজ্যের শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। সারা বিশ্বে প্রতিবাদ হল কিন্তু দুর্ভাগ্য দেশের সর্বচ্চো আদালত সুপ্রিম কোর্ট  সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই বিচার দিতে পারল না। মাত্র একজন সিভিক পুলিশ কে দায়ী করে  হাত ধুয়ে ফেললো।আজও তদন্ত চলছে। বিচার ব্যবস্থার প্রতি মানুষ আস্থা রাখতে পারছে না। অসমে  পাঁচটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ঘিরে রাজনীতি  উত্তপ্ত হচ্ছে।গতকাল সমাগুড়ি কেন্দ্র  দফায় দফায়  সংঘর্ষ  কংগ্রেস বিজেপি মধ্যে  এই সংঘর্ষে আহত হয়েছেন ৬ জন। বরাক নির্বাচনী প্রচার করতে গিয়ে এক মন্ত্রী সংখ্যালঘু জনগোষ্ঠীকে সরাসরি হুমকি দিলেন।তোমরা বিজেপি দলকে ভোট না দিলে দেখে নেবো।এই ধরনের হুমকি দিতে পারেন না সংবিধানের মন্ত্র গুপ্তির শপথ নিয়ে  কোনো মন্ত্রী কোনো জনগোষ্ঠীকে ভোটর  আশায় হুমকি দিতে পারেন না।  বিরোধী দলপতি দেবব্রত শইকিয়া অভিযোগ করেন বিজেপি নতুন করে এন আর সি অজুহাত দিয়ে বাঙালি হিন্দুদের ভয় দেখিয়ে ভোট আদায় করতে চাইছে।এই ভোটে রিগিং হবে আশঙ্খা করে কংগ্রেস নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। সবই হুমকি সংস্কৃতির অঙ্গ। এই আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ দেশে সন্ত্রাস মোকাবিলায় নীতি  তৈরির কথা বলেছেন। হুমকির পাশে সন্ত্রাস । প্রতিবেশী  বাংলদেশে সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর আক্রমণ অব্যাহত ।সংখ্যা লঘু  হিন্দু বাঙালি ভয় ও আতঙ্কে আছে। আমেরিকার দায়িত্ব গ্রহণ করে  গত কাল বিদেশ দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার  বাংলাদেশের সংখ্যালঘু দের উপর লাগাতার অত্যাচারের কড়া নিন্দা করে বলেছে ধর্মীয় স্বাধীনতা সম্মান দেখাক  বাংলাদেশের সরকার।  অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।






কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.