বরাকে ভোট বয়কটের ডাক
*একদিকে উপ-নির্বাচনের প্রাক মূহুর্তে অন্যদিকে ভোট বয়কটের ডাক.....*
*সানি রায়,ধলাই:*
ধলাই বিধানসভায় উপনির্বাচন হতে চলছে। দিন সমাগত। নির্বাচনের প্রাক মূলর্তে ধলাই -য়ে ভোট বয়কটের আয়াজ উঠেছে।
ব্যর্থ প্রাক্তন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সহ প্রাক্তন সাংসদ রাজদীপ রায় নিয়ে তীব্র সমালোচনা জনতার মুখে শুনা যায়।
সম্পূর্ণ পিছিয়ে পড়া গ্রাম এদিকে আবার মডেল ভিলেজ অর্থাৎ আদর্শ গ্রাম। নাম প্রতাপপুর ফরেষ্ট ভিলেজ। ধলাই বিধানসভায় উন্নয়ন এর ডাক ঢোল পিটিয়ে নির্বাচনী প্রচার অন্যদিকে ভোট বয়কটের ডাক রীতিমতো বিরোধী শিবিরের পালে হাওয়া। পাশেই রয়েছে নয়াগাওঁ ফরেষ্ট ভিলেজ। রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্ক সহ প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত গ্রাম হলো সেই প্রতাপপুর ফরেস্ট ভিলেজ। বিভিন্ন সমস্যায় জর্জরিত গ্রাম। স্বাস্থ্য পরিষেবাও লাটে। রাস্তাঘাটের দুরাবস্থার জন্য আশা-কর্মীরা ঠিকমতো কাজ করতে পারছেন না। গর্ভবতী মহিলাদের সময় মতো স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসতে পারেন না আশা কর্মীরা। জনসংখ্যা প্রায় পঁচিশ হাজারের কাছাকাছি। বিধায়ক, সাংসদ, মন্ত্রীর কাছে বহুবার আবেদন নিবেদন করেও কোন কাজ হয়নি গ্রামটিতে। তাই এবার গ্রামের মানুষ বাধ্য হয়েই উপ নির্বাচনের প্রাকমূহুর্তে ভোট বয়কটের ডাক দিয়েছেন। এদিন অভিযোগ করে সাংবাদিকদের সামনে কথা বলেন শশীভূষন দাস, ননীগোপাল দাস, কুশমোহন দাস, শরৎ মাঝি, দেবাশীষ কূর্মি সহ অন্যান্যরা।
কোন মন্তব্য নেই