
অমল গুপ্ত ,গুয়াহাটি গোর্খা সম্প্রদায়ের বিশিষ্ট নেতা স্বাধীনতা সংগ্রামী বাবু ছবি লাল উপাধ্যায় এর এক প্রতিমূর্তি গড়বে। অসম সরকার গোর্খা সম্প্রদায়ের অবদানের কথা স্মরণ করে এই প্রতিমূর্তি স্থাপনের সিদ্ধান্ত ঘোষণা করেছে। অসমে এই সম্প্রদায়ের 15 লাখ মানুষ স্থায়ী ভাবে বসবাস করে.গোর্খা জনগোষ্ঠী নেপাল বিশ্বের এক মাত্র হিন্দু রাষ্ট্র 80শতাংশের বেশি হিন্দু। তিন কোটি মানুষের বাস বৌদ্ধ ,খ্রিষ্টান, মুসলিম এই তিন জনগোষ্ঠী 20শতাংশ হবে না। কয়েকমাস আগে নেপাল সফর করে অভিভূত।পরিষ্কার পরিচ্ছন্ন এক মায়াবী দেশ। প্রাকৃতিক সম্পদ ভরপুর ।বিশ্বে ব্রাজিলের পর একমাত্র দেশে জলবিদ্যুৎ উৎপাদনে দ্বিতীয় স্থান ।ভারতের সঙ্গে 1950 সালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সমঝোতা গড়ে উঠেছে।দুই দেশের পাসপোর্ট বা ভিসার প্রয়োজন নেই। এই দেশে ছেলেমেয়েদের 75 শতাংশ বিদেশে যায় পড়াশুনা আর চাকরী করতে জন। অসমের পশ্চিম বাংলার মানুষ ভাবতে পারবেন না।বিদেশ থেকে যে পরিমাণ ডলার নেপালে পাঠায় সেই টাকাতে নেপালের। বার্ষিক পরিকল্পনার মোটা অঙ্ক রাজস্ব জমা পরে। অন্নপূর্ণা বরফ ঘেরা পোখরা শহর অন্নপূর্ণা রিসোর্ট আমাকে মুগ্ধ করেছে। এই রিসোর্ট বিদেশীরা এই উপমহাদেশের সংস্কৃতি চিরন্তন ভারত মাতাকে ভারতের আত্ম কে উপলব্ধি করতে এসেছেন। চার ধরে পাহাড় নিল আকাশ বরফের চাদর ঝোউ গাছের ফাঁকে সোনালী চাঁদ পাহাড়ি নদীর উপল খন্ড ঝর্ণার ধ্বনি আমাকে মুগ্ধ করেছে। ওপরে অন্নপূর্ণা রিসোর্ট অষ্টম, ধীতাল কাচকি পোখরার ছবি বন্ধু dandi Raj dahal সৌজন্য প্রাপ্ত।
কোন মন্তব্য নেই