Header Ads

নেতাজির পথই বাঙালির আর্দশের ঠিকানা পাওয়ার পথ

 জহরলাল সাহা :আর সব তো অনেক হল। সকলের সব রাস্তা পরীক্ষিত হয়ে কোথাও-না-কোথাও এসে থমকে গেছে। কং-কম্যু- বিজে কেউই জুত করতে পারছে না। রেডিকালিজ্ম্ কারুরই পথ হতে পারে না। বাঙালি হিন্দুর তো নয়ই। আমাদের পথ  নেতাজি পর্যন্ত এসে থমকে আছে। সেখান থেকেই শুরু করতে হবে। এইটাকেই ধরে থেকে প্রথমে সামাজিক ও পরে রাজনৈতিক পথ তৈরিতে লেগে থাকেনি। কিন্তু  এইটাই আমাদের পথ। অযথা অন্যত্র খোঁজে মরছি। সম্পদ যেখানে হারায়, বুদ্ধিমান সেখানেই খুঁজে।
        ১) যার যার নিজস্ব মঞ্চ থেকে এখনই প্রাতিষ্ঠানিক ভাবে আগামী ২০২৫-এর ২৩শে জানুয়ারি নেতাজি জয়ন্তী পালনের সিদ্ধান্ত ঘোষণা করুন।
         ২) আজ থেকে অসমের প্রত্যেক জেলার একজন করে মানুষের কাছে নেতাজির নামে যোগ স্থাপন শুরু করুন।
      ৩) আপনার পরিচিত শত্রু-মিত্র নির্বিশেষে এটা চালিয়ে যান। দেখবেন ধীরে ধীরে আপনার নতুন পরিচিতি ( identity) গড়ে উঠছে। 
     ৩) প্রতিদিন কেবল নেতাজির কাজেই এই পরিচিতিটাকে আন্তরিকতার সঙ্গে আবার কাজে লাগান। Invest and reinvest. নিজের জন্যে নয়। 
       ৪) সোনার ডিম সব একদিনে খাবার লোভ যে সম্বরণ করতে পারবে সে টিকে যাবে । 
       ৫) অন্তত এই দুমাস ব্যাপারটা পরখ করুন।
       ৬) নেতাজির পথই বাঙালির পুনরুত্থানের একমাত্র পথ। 
       ৭) নেতাজি জয়ন্তী একদিনের মনসাপূজাও নয়, দুর্গোৎসবও নয়। নিত্যদিনের একটা বাণী আছে তার। তাকে কৃষকের মতো কর্ষণ করলে নিশ্চিত ফল মিলবে। 
সকলকে এবং প্রত্যেককে বলতে থাকুন।
       এই দীন বিনীত নিবেদন আপনি গ্রহণ করতেও পারেন, না-ও করতে পারেন।
 Now the choice is yours. Arise , awake or be fallen for ever. নিদ্রিত সিংহের মুখে হরিণ নিজে দৌড়ে এসে ঢুকে না। 
        ধন্যবাদান্তে -
শ্রী জহরলাল সাহা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.