আবার এন আর সি দাবি করে বিজেপি বাঙালি হিন্দুদের বিপদে ফেলতে চাইছে দাবি দেব্রত সাইকিয়া র
নয়া ঠাহর, অমল গুপ্ত , শিলচর বাঙালি কে বিপদে ফেলতে ফের এন আর সি চায় বিজেপি ।কংগ্রেস নয় হিমন্ত বিশ্ব শর্মা র বিজেপি সরকার বাঙালি হিন্দুদের বিপদে ফেলতে চাইছে।বিরোধী দল নেতা দেবব্রত সাইকি যা শিলচরে এই এই অভিযোগ করেন। ধলাই এসে মুখ্য মন্ত্রী বাঙালি আবেগ কে খুঁচিয়ে তুলে কংগ্রেস বিরোধী কথা বার্তা শুরু করে নতুন করে এন আর সি চ্যাপ্টার খুলতে চাইছেন।বলে দেবব্রত মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন বিজেপি চাইছে এন আর সি অজুহাতে হাজার হাজার বিদেশি নোটিশ জারি করে মানুষকে বিপদে ফেলুক। মোট কথা কংগ্রেস বিরোধী হওয়া তুলতে চাই বিজেপি। বিরোধী দলপতি দেবব্রত দাবি করেন বরাক থেকে কংগ্রেস সব আসনে জয়লাভ করবে। বিজেপি ভয় সন্ত্রাস প্রলোভন রাজনীতি করছে।কংগ্রেস বিধায়কদের নিরাপত্তা নেই তাদের গাড়ি আক্রমণ করছে।
কোন মন্তব্য নেই