Header Ads

কলকাতায় এক কাউন্সিলর কে হত্যার চেষ্টা , লটারি কম্পানির ৯ কোটি টাকা উদ্ধার ,সঙ্গে ট্যাব কেলেঙ্কারি

নয়া ঠাহর ,কোলকাতা : কলকাতায় গতকাল সন্ধ্যায় কসবা অঞ্চলে স্থানীয় এক তৃনমূল নেতা কে কাছ থেকে গুলি করে হত্যার চেষ্টায়  রাজ্যের রাজনীতি   উত্তপ্ত। এদিকে লেক মার্কেট এলাকায় এক বহুতল থেকে লটারি কম্পানির মালিকের  ৯ কোটি টাকা উদ্ধার  সব  নিয়ে উত্তপ্ত রাজনীতি।পূর মন্ত্রী ববি হাকিম  গুলি চালানোর ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়ার  পুলিশ কে নির্দেশ দেন।বলেন মুখ্যমন্ত্রী  বার বার  বেআইনি অস্ত্র উদ্ধারের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিচ্ছেন অথচ অস্ত্র কারখানা ধরা পড়ছে।  ইডি  চেন্নাই সহ ২০ টি  স্থানে  ইডি তল্লাশি চালিয়েছে। এই লটারি কম্পানি অবিক্রিত টিকিটে এক কোটি টাকা পুরস্কার দিত
কালো টাকা সাদা করা হত।বলে অভিযোগ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.