দিসপুর প্রেস ক্লাবে জাতীয় প্রেস দিবস উদযাপন করা হয়
নয়া ঠাহর ,কোলকাতা: সারা দেশের সঙ্গে অসমের বিভিন্ন সংগঠন প্রেস ক্লাব জাতীয় প্রেস দিবস বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপন করে। দিসপুর প্রেস ক্লাব মর্যাদা সহকারে দিনটি পালন করে। দিস পুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কুঞ্জ মোহন রায় সহ বিশিষ্ট সাংবাদিক উপস্থিত থেকে জাতীয় প্রেস দিবসের উদ্দেশ্য ও তাৎপর্য ব্যাখ্যা করেন। দিস পূর প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি অমল গুপ্ত, চন্দ্র কুমার সৈকিয়া জাতীয় প্রেস দিবসে রাজ্যের সাংবাদিকদের শুভেচ্ছা জ্ঞাপন করেন।অসম সরকারের জনসংযোগ বিভাগ ও মর্যাদা সহকারে দিনটি উদযাপন করে।
কোন মন্তব্য নেই