Header Ads

মহারাষ্ট্রে র মত বড় রাজ্যে বিজেপি জেতার সম্ভাবনা ,বঙ্গে সব আসনে তৃনমূল এগিয়ে

অমল গুপ্ত ,কান্দি জেল রোড ,মুর্শিদাবাদ : মহারাষ্ট্র  এর মত বড় রাজ্যে বিজেপি জিত কীতে চলেছে।২৪৪ টি আসনে  ভোট হচ্ছে।।২৩৬ টি আসনে বিজেপি আগে।।কেরলে  ওয়েনাদ আসনে  প্রিয়ঙ্কা গান্ধী এগিয়ে।বঙ্গে সব  ,৬ টি আসনে তৃনমূল এগিয়ে।ঝাড়খণ্ড  এ ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ,৫৬ টি আসনে জিতেছে । বিজেপি ২৪ টি আসন পেয়েছে।পশ্চিমবঙ্গ ৬টি আসনে তৃনমূল কংগ্রেস জিতছে । ।বঙ্গে সীতাই, মাদারিহাট,মেদিনীপুরে  তালডাঙরা,  , হারাওয়া , নৈহাটি সব কেন্দ্রে তৃনমূল জিতছে।সবুজ আবির    বাজি পটকা শুরু হয়েছে। সব আসনে তৃনমূল  জিতেছে।  আর জি কর ঘটনা প্রভাব  ফেলতে পারেনি।    অসমের বিহালিতে বিজেপি এগিয়ে, সমাগুড়িতে কংগ্রেস এগিয়ে  বাঙ্গাইগাও এজিপি এগিয়ে ।সিদলী তে ইউ পি পি এল  এগিয়ে।ধোলাই বিজেপি এগিয়ে। মেঘালয়ে একটি আসনে  উপ নির্বাচনে মুখ্যমন্ত্রীর পত্নী জয়ী হয়েছেন উত্তর প্রদেশে ৯ টির মধ্যে  ৬টি আসনে বিজেপি  জিতেছে।।তৃনমূল নেত্রী মমতা বন্দ্যোাধ্যায়  রাজ্যে বাসীকে শুভেচ্ছা জ্ঞাপন করে বলেন গণতান্ত্রিক পথে  বিরোধীদের নির্মূল করার জন্যে বিরোধীদের  ধন্যবাদ জানান । মা  মাটির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।বলেন মানুষেই তাদের ভরসা। প্রধানমন্ত্রী বলেন মহারাষ্ট্রে বিকাশ  সু   শাসনের জয় হয়েছে।নেগেটিভ  রাজনীতির পরাজয় হয়েছে। উন্নয়নের জয় হয়েছে। মা বেটির হয় হয়েছে। বলেন  ঝাড়খণ্ডে উন্নয়নে জোর দেওয়া হবে। ঝাড়খণ্ডের মানুষকে প্রণাম জানান প্রধান মন্ত্রী।   বলেন  মধ্যপ্রদেশে, বিহার এ বিজেপি ভাল ফল করেছে। দেশ শুধু বিকাশ চাইছে। মহারাষ্ট্রে এন ডি এ জোটকে বিজেপি সমর্থন করেছে। বিভাজন কারীদের হারিয়েছে।  হরিয়ানা মডেল জিতেছে।এক সঙ্গে লড়লে হয় নিশ্চিত। জয় ভবানী স্লোগান দিয়ে প্রধানমন্ত্রী ভাষণ শুরু করেন। তিনি ছত্রপতি শিবাজী কে স্মরণ করেন।কংগ্রেস কে আবার পরিবারবাদ নিয়ে আক্রমণ করেন।  বলা হচ্ছে বঙ্গের লক্ষ্মী ভান্ডারের মত আদলে মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড নারী  কল্যাণ কর্মসূচি গ্রহন করে হয় পেয়েছে।চার লাখের বেশি ভোটে জয়লাভ করে  প্রিয়াংকা গান্ধী এই প্রথম লোকসভায় যাবেন।তিনি বলেন লোকসভায় সংবিধান রক্ষার লড়াই জারি থাকবে। তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার নির্বাচনে তাদের জয় কর নিশ্চিত করেছে।তাই এবার অতিরিক্ত  ৫ লাখ মহিলাকে অর্ন্তভুক্ত করবেন ২ কোটি ,২১ লাখ দাঁড়াবে। অসমে  বিজেপি চমক সৃষ্টি করেছে সমাগুরি মত মুসলিম  জনগোষ্ঠির কেন্দ্রে বিজেপি জিতেছে।আগের রেকর্ড  ছাড়িয়েছে।অসম  পাঁচটি আসনে বিজেপি মিত্র জোটের জয়লাভ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার গ্রহন যোগ্যতা  বেড়েছে।   সাংসদ রকিবুল হোসেনের পুত্র হেরে গেছেন
































কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.