Header Ads

অসমের গায়ক জুবিন গর্গ বাঙালি না হয়েও বাংলা হিট গান মন হয় করেছে

শুভ জন্মদিন গুরু Zubeen Garg বাঙালি না হয়ে বাংলা গানের রাজপুত্র 🎂👑❤️

বাংলা হিন্দি অসমীয়া এছাড়াও বিভিন্ন আঞ্চলিক ভাষায় গান গেয়েছেন তিনি। 

একাধিক হিট গান রয়েছে তাঁর ঝুলিতে 

@@প্রেম কি বুঝিনি আগে তো খুজিনি আজ কি হলো রে আমায়...

@@প্রিয়ারে প্রিয়ারে প্রিয়ারে কাঁদে মন কাঁদে এই হিয়ারে...

@@দিল তু হি বাতা কাহা থা ছুপা কিউ আজ শুনি মেরি ধারকান পেহলি বার...

@@মন মানে না মানে না মন মানে না...

@@চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য ঠিকানা...

@@ইয়া আলি মাদাত ওয়ালি, ইয়া আলি ইয়ার পে কুরবা হায় সভি...

@@যে দেশে চেনা জানা মানুষ কোন নাই ইচ্ছে করে সে দেশে যাই....

@@বোঝেনা সে বোঝেনা সে তো আজও বোঝেনা কাঁদে মনের কথা....

@@মন যে হারালো দুহাত বাড়ালো আজ তোর ছোঁয়া পেতে.....

এছাড়াও একাধিক হিট গান আছে লিখে শেষ করা যাবে না হয়তো। 

কিন্তু হঠাৎ করে কোথায় যেন হারিয়ে গেলেন জুবিন গার্গ , বহুদিন সেই সমস্ত হিট গান আর শোনা যায়নি। 

তবে সম্প্রতি শোনা যাচ্ছে তিনি আবারও বাংলা সিনেমায় গান গাইতে পারেন। 

যদিও মাঝে তাঁর অসুস্থতার খবর পাওয়া গেছিল, 

তবে শোনা যাচ্ছে তিনি আবারও দেবের কিছু বাংলা সিনেমায় গান গাইতে পারেন। কেমন একটা সম্ভাবনা তৈরি হয়েছে। 

আমরা আবারও সেই আশায় আছি সেই রকম হিট গান শুনতে পাবো।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.