অসম - ভুটান চক গেট উন্মোচন করলেন অসমের রাজ্যপাল
অমল গুপ্ত ,গুয়াহাটি -7 নভেম্বর ,প্রতিবেশী রাষ্ট্র ভুটানের সঙ্গে বন্ধুত্ত্ব পূর্ণ সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে গত 7নভেম্বর অসমের দরঙ এর এক চেক গেট উদ্বোধন করেন অসমের রাজ্যপাল লক্ষ্মমান প্রসাদ আচার্য।ভিটানের প্রধান মন্ত্রী দাস তেহারিং তবগে ভারত সরকারের স্বরাষ্ট্র সচিব সঞ্জয় সিং প্রমুখ উপস্থিত ছিলেন। দুই দেশের সম্পর্ক কে মজবুত করার জন্যে এই সেতু গড়ে তোলা হয়।








কোন মন্তব্য নেই