Header Ads

সেই প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ই লাগাতার দুবার প্রেসিডেন্ট পদে বসলেন

নয়া ঠাহর , অমল গুপ্ত , 6 নভেম্বর,গুয়াহাটি  একটু আশা জেগেছিল ভারতের বংশদ্ভুত দক্ষিণ ভারতের সন্তান কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে জয়লাভ করবেন
কিন্তু বিশ্বের অন্যতম ধনী  ব্যক্তি  ডোনাল্ড ট্রাম্প  অর্থ আর প্রতিপত্তি সঙ্গে   অহংকার   অগাধ সম্পত্তি আবার জিতিয়ে দিল।  তার বিরুদ্ধে নানা অভিযোগ সত্ত্বেও বাংলাদেশে হিন্দু নির্যাতন  নিয়ে সরব হয়েছেন। বাংলাদেশের  প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস কে কড়া ভাষায় অপমান করেছেন। তার জয়ের ফলে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় স্বস্তি পাবে  ভয়  কাটবে।  সেই দেশের দুষ্কৃতীরা হিন্দু নির্যাতন করার আগে দুবার ভাববে। ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি ট্রাম্প কে  অভিনন্দন জানিয়েছেন।  নরেন্দ্র মোদীর ভালো বন্ধু হয়ে গিয়েছিল ট্রাম্প। ভারতের বিজেপি  রাজনীতি প্রভাবে ডোনাল্ড ট্রাম্প হিন্দু মন্দিরে  গিয়ে ছেন  জয় শ্রীরাম স্লোগান দিয়েছেন।হিন্দুদের মন  পাওয়ার সব চেষ্টা করেছেন। মুদ্রাস্ফীতি।  মূল্যবৃদ্ধি ,বেকার সমস্যা  জাতীয় রাজনীতি আমেরিকাকে পিছনের সারিতে এনে দিয়েছে।  132বছরের রেকর্ড ভেঙে রিপাবলিক ট্রাম্প   ইলেক্টোরাল কলেজের  538 মধ্যে  292 ভোট  পেয়েছেন। ডেমোক্র্যাটিক প্রার্থী  কমলা হ্যারিস পেয়েছেন 224টি ভোট। কমলা ছিলেন দক্ষিণ ভারতের বংশদ্ভুত কন্যা   এবার সেই দক্ষিণ ভারতের কন্যা ঊষা সিলকুরি  সেকেন্ড লেডিজ হিসাবে বসবেন বলে জানা গেছে।তিনি ভারতীয় বংশোদ্ভুত। জে ডি ভেন্স হবেন উপ রাষ্ট্রপতি  তার পত্নী ঊষা 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.