Header Ads

ইরাকে বিয়ে নয় বছরে আইন হচ্ছে

ন'বছরে পা দিলেই বিয়ে মেয়েদের আইন ইরাকে

বিয়ের ন্যূনতম বয়স কত হওয়া উচিত? বিশেষজ্ঞরা যাই বলুক না কেন মেয়েদের ক্ষেত্রে বিয়ের ন্যূনতম বয়স কমিয়ে নয় বছর করতে চলেছে ইরাক। কট্টরপন্থী শিয়া সমর্থিত দলগুলির চাপে এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। ব্যক্তিগত আইনে একগুচ্ছ সংশোধনের উদ্যোগ নিয়েছে ইরাকি প্রশাসন। এই প্রস্তাব ইতিমধ্যে পেশ করা হয়েছে সংসদে। সেখানে মেয়েদের বিয়ের নূন্যতম বয়স কমানোর কথা বলা হয়েছে। এখানেই শেষ নয়। কট্টরপন্থীদের প্রস্তাব আইন পরিণতি হলে বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার ও শিশু হেজাজত সংক্রান্ত যাবতীয় অধিকার হারাবেন মহিলারা। 
   বিষয়টি নিয়ে ইতিমধ্যে সবর হয়েছে দেশীয় ও আন্তর্জাতিক মহিলা ও শিশু অধিকার সংস্থাগুলি। বিশেষজ্ঞদের আশঙ্কা প্রস্তাবিত নতুন আইনে ইরাকে  বল্য বিবাহের সংখ্যা বৃদ্ধি পাবে। নারী স্বাধীনতার তুলনায় বেশি গুরুত্ব পাবে ধর্মীয় ভাবাবেগ। ইউনিসেফের সমীক্ষা বলছে ইরাকে ২৮ শতাংশ মহিলার ১৮ বছরের আগেই বিয়ে হয়ে যায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.