মোবাইল টাওয়ার থেকে ৩৫০ টি ব্যাটারি চুরি
গত ৬ মাসে মোবাইল টাওয়ার থেকে ৩৫০ ব্যাটারি চুরি চাঞ্চল্য
চোরেদের নজর পড়েছে মোবাইল কোম্পানির টাওয়ারের ব্যাটারিতে। এক একটি টাওয়ার থেকে ব্যাটারি চুরি করলেই লক্ষ লক্ষ টাকা উপার্জন। তাই গৃহস্থের বাড়িতে চুরির ঝামেলায় না গিয়ে রাস্তার ধারে কিংবা ফাঁকা জায়গায় থাকা টাওয়ারের ব্যাটারি চুরিতে ঝাঁপিয়ে পড়েছে দুষ্কৃতীরা। সেখানে কোনও নীরাপত্তারক্ষী না ঢাকায় বাড়তি সুবিধা হচ্ছে চোরদের। গত একবছরে মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন থানা এলাকা থেকে ৩৫০ টির বেশি মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরি হয়েছে। গত ছ'মাসেই চুরি যাওয়া ব্যাটারির দাম প্রায় 30 লক্ষ টাকা। বহরমপুর, বেলডাঙ্গা, রেজিনগর, হরিহরপাড়া, নবগ্রাম, খরগ্রাম, শক্তিপুর, সাগরদিঘি ও মুর্শিদাবাদ থানা এলাকায় মাঝে মধ্যেই এই ব্যাটারি চুরির অভিযোগ জমা পড়েছে। কিন্তু কোনও সুরাহা হচ্ছে না বলেই অভিযোগ। মোবাইলে টাওয়ারের ব্যাটারি চুরির ঘটনায় নাজেহাল টাওয়ার রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা বেসরকারি সংস্থার কর্মীরা।
কোন মন্তব্য নেই