৮দিনের মিশনে গিয়ে ১৫৫ দিন মহাকাশে আটকে আছেন সুনিতা উইলিয়ামস
নয়া ঠাহর ,অমল গুপ্ত,কোলকাতা : ভারতের কন্যা সুনিতা উইলিয়ামস মাত্র ৮দিনের সফরে গিয়ে আজ ১৫৫ দিন অতিক্রান্ত হয়ে গেছে।মহাকাশে আটক হয়ে আছেন। নাসার বিজ্ঞানীরা তাকে পৃথিবীতে ফিরিয়ে আনতে পারছেন না।এখন হার হার জির জিরে চাহারা ক্রমশ মৃত্যুর দিকে এগোচ্ছে। সঙ্গে এক পুরুষ বিজ্ঞানী আটকে আছেন। আমেরিকার নাসা বিশ্ব বিখ্যাত সংস্থা।সেই সংস্থার পক্ষে মহাকাশ সফরের অভিজ্ঞতা আগেই হয়েছে ভারতীয় বংশদ্ভুত কন্যা সুনিতার।সেই সুনিতা আজ বিপদের মধ্যে পড়েছেন।বার বার ফিরে আসার সময় দিয়েও ফিরিয়ে আনতে পারছে না নাসার বিজ্ঞানীরা। এমন কি প্রযুক্তিগত ত্রুটির মধ্যে পড়েছেন বিজ্ঞানীরা । সারা বিশ্ব উদ্বিগ্ন।আমেরিকার মহাকাশ সংস্থা নাসার বিশ্ব বিখ্যাত বিজ্ঞানীরা কি ব্যর্থ হয়েছেন ?ভারত কন্যাকে সুরক্ষা দিতে পারছেন না? তবে কেন বারবার ফেরার নির্দিষ্ট সময় দিয়েও ফেরাতে পারছেন না? টিভির পর্দায় দেখা যাচ্ছে যন্ত্রনা দগ্ধ সুনিতার চেহারা সত্ত্বেও মুখে এক চিলতে হাসি। বাকি বিজ্ঞানীর খবর নেই।
কোন মন্তব্য নেই