Header Ads

১০ নভেম্বর রবিবার ভোর রাত ২,৩৫ মিনিট ২১ ডিগ্রি সেলসিয়াস গরম

অমল গুপ্ত ,গুয়াহাটি :১০ নভেম্বর রবিবার ,২৪ কার্তিক , ভোররাত ২,৪০ মিনিট উষ্ণতা  আগের সব রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে ।২১ ডিগ্রি সেলসিয়াস গরম ! হিমবাহ দ্রুত গলছে , দেশের সবুজ  ফুরিয়ে যাচ্ছে  ব্রাজিল কে ঘিরে আমাজন অরণ্য যাকে বিশ্বের ফুসফুস বলা হয়  নিজেই আজ অস্তিত্বের সংকটে ভুগছে।জঙ্গল নদী সব ধ্বংস হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ থেকে সদ্য এসে ভাবতে পারছি না নভেম্বর মাসের মাঝামাঝি  শিলং,  কোহিমা, ইম্ফল  জঙ্গল ঘেরা সবুজ  পাহাড় অঞ্চল  এই উষ্ণতার শিকার হবে।গুয়াহাটি মহানগর ১৭ টি পাহাড় জঙ্গল বিশাল নদ ব্রহ্মপুত্র  ঘিরে রয়েছে। এখানে এত গরম! পূর্ব ভারতের  সিংহ দুয়ার কলকাতা  শিক্ষা বুদ্ধিমত্তা সার্বিক ভাবে উন্নত বলে দাবি করা হয়।বাঙালিদের মত এত উন্নত জাত নাকি এই ভুবনে আর দ্বিতীয়টি নেই। আর আজ এই বাঙালি  তার সাধের নগর কলকাতা সবচেয়ে পিছনে চলে গেছে বা যেতে   চলেছে।    এই কলকাতার বাঙালিদের মত এত মদ ,মাংস, বিরিয়ানি  খাওযার আর দুর্নীতিবাজ  মানুষ   নাকি দুনিয়াতে দ্বিতীয়টি নেই।এই অভিযোগ শুনতে হচ্ছে কেন? ভারতের যেকোন রাজ্যে বাঙালিদের  এত  বদনাম কেন ? এই জাত যে  ক্রমশ পিছিয়ে পড়ছে সবাই জানে কিন্তু এত অবনতি জানা ছিল না।  বাংলার বাইরে  গেলে উপলব্ধি করা যায়।   চারপাশে চির সবুজ পরিবেশ গড়ার ক্ষেত্রে  গাছ রোপণ জল সংরক্ষণ ক্ষেত্রে  দূষণ মুক্ত পরিবেশ গড়ে তুলতে   শুধু অসম নয় বাংলা আজ পিছনের সারিতে অবস্থান করছে। এই অবস্থান থেকে ঘুরে দাঁড়াবার কোন রাস্তা নেই। প্রাকৃতিক পরিবেশ দ্রুত পরিবর্তন হচ্ছে,  জল সংরক্ষণ নেই।।সারা বিশ্বে বিরূপ প্রভাব পড়ছে।  বিশ্বের ভূগর্ভের জল ফুরিয়ে   যাচ্ছে।সবুজ পাহাড় নদনদী সব  শুকিয়ে যাচ্ছে। বলতে পারেন এর সঙ্গে মদ মাংস খাওয়া কি সম্পর্ক আছে? আছে অবশ্য আছে।মানুষের দৈনন্দিন জীবন চর্চ্চা সংযম সুসংহত  জীবন বোধ   পারিবারিক মূল্যবোধ গড়ে তোলে। সেই মূল্যবোধ বিশ্বাসের  অভাব  প্রতিনিয়িত কুড়ে কুড়ে খাচ্ছে। অসমে এসে গাছ রক্ষার আন্দোলন দেখে মুগ্ধ হলাম।পশ্চিমবঙ্গে  শিক্ষিত বেকার যুবক বছরের পর বছর রাস্তায় বসে অবস্থান করছে।দুর্নীতির বিরুদ্ধে  প্রতিবাদ করছে। দৈনন্দিন জীবন চর্চা খাদ্যাভ্যাস  সঙ্গে পরিবেশ প্রকৃতির   পারস্পারিক সম্পর্ক আছে।  কলকাতা - গুয়াহাটি পাশা পাশি দেখলাম অনেক বিভেদ অনেক প্রশ্ন   জীবন চর্চা  আলাদা। মূল্যবোধ জীবন কে পাল্টিয়ে দেয়।  নতুন ভাবে  গড়া ভাঙ্গার  ভিত্তি তৈরি হয়।  সেই ভাঙ্গা গড়ার মাঝে বীজ অঙ্কুরিত হয়  সবুজ জীবনের  সূচনা হয়।  জীবন জীবিকা  সম্পদ আহরণ  ঘিরে  জীবন চক্র       আবর্তিত হচ্ছে । পরিবেশ প্রকৃতি  জলবায়ু  সব ক্ষেত্রে তার প্রভাব পড়ে ।সেই জীবন বোধ মূল্যবোধ সম্পর্ক আছে। প্রতিজন মানুষের দৈনন্দিন জীবন চর্চা  তে  যদি সংযম না থাকে সততা না  থাকে.  মূল্যবোধ  না থাকে  তার বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে।  প্রকৃতির ভারসাম্য বিনষ্ট হবে। সবকিছুর সঙ্গে সবকিছুর সম্পর্ক আছে। জল বৃষ্টি খাদ্যাভ্যাস আকাশ বাতাস সবুজ পাহাড়  সব!  এই দুর্বিসহ জীবনের জন্যে কলকাতা বা গুয়াহাটি দায়ী নয়। দায়ী মানুষ। বিলাস বৈভবে ডুবে থাকা পরিবেশ বিমুখ  গাছ বিরোধী মানুষ দায়ী,  প্রকৃতি কে দায়ী  করা যায় না।







 
      







কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.