Header Ads

বাঙালির দুর্গা চোখের জলে বিদায় নিলেন

"এবার জ্বর ছাড়লে একদিন রেলগাড়ি দেখতে যাব" ~ চিরকালীন বাংলা সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা এক ভালোবাসা 'দুগ্গা' আজ ‌‌সত্যিসত্যি পরপারের ফেরীতে উঠে পরলেন। প্রায় ৭০ বছর আগে সেলুলয়েডের পর্দায় এক ভাঙা গৃহস্থ কুটিরে দপ্ করে নিভে যাওয়া সন্ধ্যাপ্রদীপ দেখে বাঙালীর চোখে চোখে জল এসেছিল, আজ বিভূতিভূষণ - সত্যজিতের সৃষ্টি অপুর সেই 'দুগ্গা দিদি' উমা দাশগুপ্ত চিরবিদায় নিলেন। চলে গেলেন তিনি।
সত্যজিৎ রায়ের অমরসৃষ্টি নিশ্চিন্তিপুরের কাশবন-দুর্গা-অপু -- আর কালো ধোঁয়া উড়িয়ে কু ঝিক ঝিক ট্রেন।
প্রয়াত ‘পথের পাঁচালী’র সেই দুর্গা উমা দাশগুপ্ত প্রতি ভালোবাসাভরা শ্রদ্ধা। যতদিন বাঙালি মাতৃভাষা চর্চা বজায় রাখবে ততদিন আপনি থাকবেন তাদের হৃদয়জুড়ে, হ্যাঁ, আর ভালো থাকবেন পরপারে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.