Header Ads

কলকাতা তে বাঙালিরা অপমানিত হচ্ছে



ইন্ডিয়া কা ল্যাঙ্গুয়েজ হিন্দী হ্যায়,তুমি হিন্দী জানো না!! তুমি কি বাংলাদেশী? মাতৃভূমি খোদ কলকাতায় বহিরাগত এক  অবাঙালীর মুখ থেকে বাঙালীকে শুনতে হচ্ছে ইন্ডিয়ায় থাকো হিন্দী জানো না! এটা বাংলাদেশ নয়, এখানে হিন্দী শিখতেই হবে! সম্প্রতি সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে এই দৃশ্য দেখে গোটা দেশের বাঙালী সমাজ হতবাক, স্তম্ভিত। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা মেট্রোতে বাংলায় কথা বলায় হিন্দী সাম্রাজ্যবাদী দৌরাত্ম্যে এভাবে এক বাঙালী তরুণীকে হেনস্থার শিকার হতে হওয়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ‘আমরা বাঙালী’র কেন্দ্রীয় সাংগঠনিক সচিব তপোময় বিশ্বাস।
     কলকাতা থেকে পাঠানো এক প্রেস বিবৃতিতে তিনি বলেন, যে বাঙালী জাতির আত্মোৎসর্গিত রক্তে দেশ বৃটিশ সাম্রাজ্যবাদ মুক্ত হল, যে বাংলা ভাষা দেশে প্রথম নোবেল পুরস্কার দিল, সেই বাঙালীকে স্বাধীন ভারতবর্ষে তার মাতৃভূমি—বাঙলায় দাঁড়িয়ে মাতৃভাষা বাংলা ভাষায় কথা বললে তাকে বাংলাদেশী, বিদেশী এসব অসাংবিধানিক কথা শুনতে হচ্ছে!! বাঙালীর করের টাকায় চলা কলকাতা মেট্রোতে এক বহিরাগত তাকে বলছে ইন্ডিয়ায় থাকলে তাকে হিন্দী শিখতেই হবে এটাকি বাংলাদেশ নাকি!! পাশে দাঁড়িয়ে থাকা অধিকাংশ বাঙালী সহযাত্রীরাও নীরব ভূমিকা পালন করার দৃশ্য দেখে খুবই কষ্ট হচ্ছে। আমরা কেন ভুলে যাচ্ছি যে, ভাষার ভিত্তিতে গঠিত পশ্চিমবঙ্গ রাজ্যে বাংলা ভাষায় কথা বলাটাই স্বাভাবিক, জোর করে হিন্দী চাপানোটাই অস্বাভাবিক অথচ দীর্ঘদিন ধরে শোষণ সহ্য করতে করতে রাজ্য-কেন্দ্রীয় দফতর গুলিতে বাংলা ভাষার ব্যবহারকে প্রায় হিমঘরে পাঠিয়ে বাংলা ভাষার অবদমনে,অসন্মানে জাতির আয় যায় আসে না! হেনস্থার শিকার তরুণীর অভিযোগ  অবাঙালী রেল পুলিশ তার হেনস্থায় কোনরুপ সাহায্য করতে এগিয়ে আসেনি বরং ‘হিন্দী জানতেই হবে’ অসাংবিধানিক কথা বলা ভিডিও টাকে ডিলিট করতে বাধ্য করা হয়েছে! কলকাতা মেট্রোর অধিকাংশ রেল পুলিশ অবাঙালী,এটাতেই স্পষ্ট এই অবাঙালী রেল পুলিশরা হিন্দী সাম্রাজ্যবাদকেই সমর্থন জানাচ্ছে!! আমরা দাবী রাখছি অবিলম্বে কলকাতা মেট্রোয় কর্মচারী,রেল পুলিশ সহ টিকিট কাউন্টারে সর্বস্তরে ১০০ ভাগ বাঙালীদের নিয়োগ করতে হবে। বাঙালীর ভোটে জেতার রাজ্যের শাসক দল তথা মাননীয়া মুখ্যমন্ত্রীর এব্যাপারে হস্তক্ষেপ চাই। নিজের রাজ্যে বাঙালীকে তার মাতৃভাষায় কথা বলায় হেনস্থা হতে হচ্ছে এটা মানা যায় না, এই তরুণীর ভিডিও ভাইরাল হয়েছে তাই এই  ঘটনা প্রকাশ্যে এসেছে কিন্তু আমাদের কাছে খবর আছে, বড়বাজার, আসানসোল, ব্যারাকপুর সহ গোটা রাজ্যের অধিকাংশ অঞ্চলে অবাঙালীদের হিন্দী দৌরাত্ম্য চরম আকার নিচ্ছে,যার ফলে নিজের রাজ্যে অবদমিত হচ্ছে সাধারণ ভূমিপুত্র বাঙালীরা।অবিলম্বে রাজ্যের সরকারী-বেসরকারী সব কাজে বাংলা ভাষায় ব্যবহার,পঠন-পাঠন বাধ্যতামূলক করতে হবে। সর্বস্তরে বাঙালীদের অনুরোধ করছি,নিজেদের মধ্যেকার দলীয় রাজনীতি ছেড়ে নিজের অস্তিত্ব যা ভাষা-সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত সেগুলো রক্ষা করুতে গণ-আন্দোলনে সামিল হোন ।

   ‌                    নিবেদক—
                   তপোময় বিশ্বাস 
         কেন্দ্রীয় সাংগঠনিক সচিব, আমরা বাঙালী 
       ২নং বল্লভ স্ট্রীট, কলকাতা-০৪

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.