ডেঙ্গু আক্রান্ত চার হাজার
শীর্ষে জেলা, ডেঙ্গু আক্রান্ত সাড়ে চার হাজার ছাড়িয়েছে
জেলায় ডেঙ্গুর চোখরাঙানি অব্যাহত। আক্রান্তের নিরিখে রাজ্যের মধ্যে অনেক আগেই শীর্ষস্থান দখল করেছে মুর্শিদাবাদ তার উপর আক্রান্তের সংখ্যা দিন দিন যেভাবে বাড়ছে তাতে উদ্বিগ্ন স্বাস্থ্যদপ্তরের কর্তারা। ইসলামপুরে ডেঙ্গুর ভরে ঘরবাড়ি ছেড়ে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিচ্ছেন মানুষজন। তথ্য বলছে জানুয়ারি থেকে এখনও পর্যন্ত সাড়ে চার হাজার ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। শনিবারই নতুন করে এই জেলায় ৭১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। স্বভাবতই ডেঙ্গু প্রতিরোধে জাঁকিয়ে শীত পড়ার অপেক্ষায় রয়েছেন চিকিৎসকরা।
তবে ডেঙ্গুর এই বেয়াড়াপনার মধ্যে আশার কথা সেটা তার হল চলতি বছর পরিস্থিতি কিছুটা হলেও ভালো। এমনটাই দাবি স্বাস্থ্যকর্তাদের। গতবছর নভেম্বর মাসের শুরুর দিকেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছিল। এবার সেখানে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৮৩ জন। সবচেয়ে খারাপ অবস্থা ইসলামপুরের। সেখানে মশাবাহিত রোগের প্রাদুর্ভাব বাড়তে দেখে ভীত-সন্ত্রস্ত লোকজন। জানা গিয়েছে তাঁরা ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আত্মীয়ের বাড়িতে গিয়ে উঠছেন। ডেঙ্গু মোকাবিলায় ব্লক প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিচ্ছেন সাধারণ মানুষ।
কোন মন্তব্য নেই