Header Ads

হিন্দু ধর্মের বহু অনুষ্ঠানের মধ্যে অন্যতম অনুষ্ঠান ভাত্রী দ্বিতীয়া

 মৌমিতা দাস ,কান্দি জেল রোড    দেশ বিদেশ জুড়ে হিন্দু ধর্মের পবিত্র উৎসব ভাই ফোঁটা অনুষ্ঠিত হয়ে  গেল সাড়ম্বরে। আজ কাল সব একান্ন বর্তি পরিবার ভেঙে যাচ্ছে।এর মধ্যে ভাই বোন দের সম্পর্ক অটুট আছে।এই সম্পর্ক  অটুট রাখার জন্যে এই স্বর্গীয় আনন্দের  সু সম্পর্কের অনুষ্ঠান   আজও অক্ষুন্ন আছে।বোনেরা ভাইদের সুস্বাস্থ্য   জীবন কামনা করে ভাইদের কপালে চন্দনের ফোঁটা দিয়ে থাকে। সঙ্গে উপহার ও দেন।বোনেরা ভাই কে ভাইয়েরা আদরের বোন কে যৎসামান্য উপহার দিয়ে থাকেন তাই চিরন্তন পরম্পরা ভালবাসার সম্পর্ক অটুট থাকে। শুধু ভারত নয় হিন্দু রাষ্ট্র নেপালে দিনটি  টিকিয়া বলে উদযাপিত হয়। সঙ্গে নেপালি ভাই বোনের ছবি

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.