Header Ads

মানুষ ভক্তি সহকারে প্রণাম করার কয়েকঘণ্টা বাদ আবর্জনায় স্থান হয় মা কালী দের

অমল গুপ্ত ,গুয়াহাটি  গুয়াহাটি  কনক লতা পথের সাপ্তাহিক বুধ বার বাজার পাশে  ভরলু র আবর্জনা দুর্গন্ধ ছড়াচ্ছে।সেখানেই ফেলে রাখা হয়েছে  ডজন ডজন কালি মুর্তি । মানুষের ইউজ এন্ড থ্রো  মানসিকতা  পুজোর পর ব্রহ্মপুত্র নদে বিসর্জন বদলে নোংরা আবর্জনা তে ফেলে দেওয়া হয়েছে। মেঘালয়ের তুরা  শহরে জল নেই ঝন্নার  জল জমি যে দুর্গা প্রতিমা  বিসর্জন  দিতে।  দেবতাকে অবহেলা করা   হয় না  ।   গুয়াহাটি পল্টন বাজারের এক ক্লাব প্রতিবছর  বিশ্বকর্মা মূর্তি গুলিকে ব্রহ্মপুত্র জলে ফেলে দেয় । পান্ডু  মালিগাও অঞ্চলে  শতাধিক কালী মূর্তি আবর্জনার পাশে ফেলে দেওয়ার অভিযোগ করেন সাংবাদিক গৌতম  পাটি কর   ।ছবি  ড্যান্ডি রাজ দহাল 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.