গাছ কাটলে দিখলিপুকুরি আর সুন্দর থাকবে না : জুবিন গর্গ
অমল গুপ্ত ,গুয়াহাটি : গুয়াহাটির দিখলিপুকুরী এলাকায় শতবছরের প্রাচীন গোটা তিরিশ গাছ কেটে উড়াল পুল করার প্রতিবাদে মহানগরের সর্বস্তরের নাগরিক পথে নেমে প্রতিবাদে ফেটে পড়েছে। অসম তথা দেশের বিশিষ্ট সঙ্গীতজ্ঞ জুবিন গর্গ এই প্রতিবাদী আন্দোলনে সামিল হয়েছেন।তিনি এক ভিডিও বার্তায় মানুষের জীবনে গাছের প্রাসঙ্গিকতা তুলে ধরে বলেন বহু প্রাচীন গাছ কাটলে শহরের সুন্দরতা বিনষ্ট হবে। সোনালী অতীত হারাবে।তিনি বলেন ত্রিপুরার আগরতলায় গাছ না কেটে উড়াল পুল কে অন্যদিকে নিয়ে যাওয়ার উদাহরণ আছে। অসমের টা করা উচিত। জুবিন গর্গ গাছ রক্ষার আন্দোলনে সামিল হয়ে গান বেঁধেছেন। গলা খুলে গাইছেন প্রতিবাদীদের সঙ্গে।








কোন মন্তব্য নেই