Header Ads

ভারতে গঙ্গা নদীর মত পবিত্র নদী আজ কলুষিত

অমল গুপ্ত ,কান্দি জেল রোড ,মুর্শিদাবাদ:  দেশের জন নেতারা কথা রাখেন না। প্লাস্টিক  অবর্জনামুক্ত ,দূষণ মুক্ত অঙ্গীকার শুধু  কথার কথা।কেন্দ্রীয় সরকারের বহু প্রচারিত নামামী গঙ্গে   কোনো ফল নেই।গঙ্গা পারের দুরবস্থা সব জনপদের  পচনশীল আবর্জনা গঙ্গা নদী ধার গুলিতে  পাহাড় জমেছে। কাশী গঙ্গা তীরে মানিকার্নিকা ঘাট   সুস্থ মানুষের পক্ষে  যাওয়া  যাবে না।২০১৪ সালের বাজেটে  ২০ হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ  কি হল।গঙ্গা আজ অধিকাংশ এলাকা দূষিত।গঙ্গা তীরে আরতির নামে ধর্ম চলছে।১৯৮৬ সালে গঙ্গা একশন প্ল্যান ব্যর্থ ,জাতীয় পরিবেশ আদালত মানছে কে।শিল্পগুলির অপরিশোধিত আবর্জনা সরাসরি গঙ্গা নদীতে মিশছে।দূষিত বিষ যুক্ত আবর্জনা পাহাড় জমছে জলে দূষণ ছড়াচ্ছে।গঙ্গা দুই তীরে তীর্থ স্থান গুলি অপবিত্র কলুষিত জলে  দাঁড়িয়ে সন্ধ্যা আরতি র ভক্তি পবিত্রতা আছে কি।ভারতের গঙ্গা নদী আজ কলুষিত  দূষিত  নদীর জৈব বৈচিত্র্য আজ ধংস হচ্ছে। কোনো রাজনৈতিক দল তাদের ইস্তিহার পত্রে দেশের পরিবেশ গুরুত্ত   পাই না। ভূগর্ভে জল দূষিত হয়ে গেছে।প্লাস্টিক আবর্জনা থেকেও  মাইক্রো প্লাস্টিক আরো  মারাত্বক ক্ষতি হচ্ছে ।মানুষের নাকে মুখে স্বাস প্রশ্বাস মধ্যে ঢুকে ক্ষতি করছে। কেন্দ্রীয় সরকার প্লাস্টিক বন্ধ করতে পারল না।জল দূষিত  পরিবেশ দূষিত   এরমধ্যে  গঙ্গার পবিত্র নষ্ট হচ্ছে।নির্বাচন আসছে যাবে  দলের  ইশতিহার পত্র  আবর্জনায় পরে থাকবে অঙ্গীকারের সঙ্গে  এই ভাবেই দেশ উন্নয়ন হচ্ছে।















কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.