৫০ বছরের হিংসা শেষ এবার বড়ো জনগোষ্ঠী উৎসবে মেতেছে :প্রধান মন্ত্রী
নয়া ঠাহর ,নয়া দিল্লি : অসমের বড়ো জনগোষ্ঠী র এক সভা নয়া দিল্লিতে অনুষ্ঠিত হল।সেই সভায় প্রধাণমন্ত্রী নরেন্দ্র মোদী বড়ো সম্প্রদায় কে অভিনন্দন জ্ঞাপন করে বলেন।৫০ বছর ধরে নানা অশান্তির পর আজ এই জনগোষ্ঠী প্রগতির পথে এগোচ্ছে।হিংসা বন্ধ হয়েছে।আজ উৎসবে মেতেছে। অসমের রাজ্যপাল মুখ্যমন্ত্রী সহ বড়ো নেতারা উপস্থিত ছিলেন। আবসু , বিটি আর প্রশাসন এর কর্তারা সবাই ছিলেন।প্রধাণমন্ত্রী বলেন আগে এই রকম সভা ভাবা যেত না।কল্পনা আজ বাস্তবায়িত হলে।
কোন মন্তব্য নেই