মুজিবর রহমান কে জাতির পিতা ঘোষণা বাতিল করার দাবি বাংলাদেশ সরকারের
অমল গুপ্ত ১৫ নভেম্বর ,কান্দি জেল রোড , ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যার অবদান নিয়ে প্রশ্ন তোলা যায় না।ভারতের সাহায্যে দেশকে স্বাধীন করলো এবং ভারতের সঙ্গে বিশেষ করে পশ্চিমবঙ্গের বাঙালিদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুললেন।সেই ভারত বন্ধু শেখ মুজিবর রহমানকে অবহেলার আবর্জনার আস্তাকুড়ে ছুঁড়ে ফেলতে চাইছেন ইউনুস সরকার। বঙ্গভবন থেকে তার ছবি নামিয়ে ফেলা হয়েছে। জাতির পিতা তকমা বাদ দিতে চাইছেন মহাম্মদ ইউনুস ভারতের সাহার্য্য ছাড়া যার চলে না। এবার বাংলাদেশ ধর্মনিরপেক্ষ খারিজ করতে চাইছে। ইউনুস সরকার। তত্ত্বাবধায়ক সরকার দাবি করেছে ৯০ শতাংশ বাসিন্দা যখন ইসলাম ধর্মের তখন ধর্মনিরপেক্ষতা খারিজ করায় ভালো। বাংলাদেশের বাজারে নিয়ন্ত্রণ নেই আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি ,ভারতের বিদ্যুৎ ছাড়া চলছে না, ভারতের চিকিৎসা ছাড়া চলে না। অথচ ভারত বিরোধী চক্রান্ত অব্যাহত রেখেছে।ক্ষতি হচ্ছে দুই দেশের । ভারতের প্রাক্তন প্রধাণমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলদেশে কে স্বাধীন করতে সার্বিক ভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন ১৯ ৭১ সালে দেশকে স্বাধীন করতে আর্থিক ভাবে লাখ লাখ সেনা পাঠিয়ে সব ধরনের সহায়তা করেছিলেন।বাঙালি হিন্দু জনগোষ্ঠীর কয়েক লাখ হিন্দু নৃশংসভাবে খুন, ধর্ষিত হয়েছিলেন। প্রতিবেশী ত্রিপুরা অসম কয়েকমাস বাংলাদেশ থেকে পালিয়ে আসা মানুষদের নিরাপদ আশ্রয় দিয়ে খাদ্য দিয়েছিলেন। দেশকে স্বাধীন করার লক্ষ্যে হিন্দুরাও প্রাণ দিয়েছিলেন আজ সেই হিন্দুদের নানা ভাবে হেনস্থা করে অত্যাচার করা বিতরণের চক্রান্ত করছে একাংশ দুষ্কৃতী।ইউনূস সরকার তাদের সমর্থন করছে।আন্তর্জাতিক হিন্দু ধর্মীয় সংগঠন ইসকন কে ব্যান করতে চাইছে।১০ কোটি থেকে ।কমে আজ ২ কোটি মত হিন্দু অস্তিত্বের লড়াই করছে।তাদের নিরাপত্তা দিতে পারছে না সরকার।
কোন মন্তব্য নেই