রাজ্যের নাম পশ্চিমবঙ্গ নির্বাচনে অশান্তি হবেই ,হলো ও গুলি চলল
নয়া ঠাহর , কোলকাতা : যে কোনো নির্বাচন হলে অশান্তি হবেই। কারণ নাম পশ্চিমবঙ্গ । নির্বাচন এলেই অশান্তি শুরু ব্যাপক রি গিং ছাড়াও ছাপ্পা ভোট ,বুথ দখল গোলাগুলি সর্বত্র চলে। শাসক দলের নিয়ন্ত্রণ নেই ,পশ্চিমবঙ্গের ভাবমূর্তি ক্রমেই তলানিতে । ট্যাব নিয়ে সাইবার ক্রাইমের দাপট খোদ কলকাতাতেও, ছাত্র রা ট্যাব পেলেন না একাংশ টাকা অন্য রাজ্যে চলে গেল। সব ক্ষেত্রে নিয়ন্ত্রণ হীন প্রশাসন।শিক্ষা মন্ত্রী আশ্বাস দিচ্ছেন অপরাধীদের শাস্তি হবে। সারা দেশ দেখছে বঙ্গ কোথায় দাঁড়িয়ে। নৈহাটি তে তৃনমূল নেতে খুন হলেন। নিয়ন্ত্রণ কোথায় ?
কোন মন্তব্য নেই