Header Ads

কার্তিক মাসের শেষ ২৭ কার্তিক,১৪ নভেম্বর ২২ ডিগ্রি সেলসিয়াস গরম

অমল গুপ্ত ,কান্দি জেল রোড ,কোলকাতা :  কার্তিক মাস শেষ হয়ে গেল  নভেম্বর মাসের ১৪ তারিখে শীতের মরশুমে  অসমের গুয়াহাটি নগরীর তাপমাত্রা  ২১ ডিগ্রি সেলসিয়াস  দেখে এলাম ।দুদিন বাদ মুর্শিদাবাদ জেলার তাপমাত্রা এক ডিগ্রি ছড়িয়ে গেছে।২২ ডিগ্রি ছড়িয়ে।মেরু অঞ্চলের কিলোমিটার ব্যাপি জমাট বরফ দ্রুত গলছে।মানুষের আকাশ  সমান লাভের বলি  জীবন চর্চার পরিবর্তন  ।ব্যাপক সবুজ ধ্বংস   সব জঙ্গল উজাড় হয়ে যাচ্ছে।দেশের সাংসদ বিধায়করা এ সি মেশিনের আড়ালে মুখ লুকুচ্ছে   সরকারি মদতে সব গাছ কেটে ফেলা হচ্ছে
অক্সিজেনের  মাত্রা কমছে কার্বন বিষ বাড়ছে। ভূগর্ভের জল তলানিতে নেমে যাচ্ছে। হিমবাহের বরফের উপর কার্বন অক্সাইডের বিরূপ প্রভাব পড়ে  গেছে।বিশ্বের তাপমাত্রা ১,৫ তাপমাত্রার মধ্যে বেঁধে রাখা হচ্ছে না।২০২৩ সালের শেষের দিকে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১,৪৯ ডিগ্রি সেলসিয়াস । লন্ডনের এক পরিবেশ গবেষণায় এই ভয়ানক খবর  আনন্দবাজারের  লাল সংকেত  শীর্ষক সম্পাদকীয় সূত্রে জানা গেছে। পারিস সম্মিলন লক্ষ্য মাত্রা ধরে রাখতে পারল না।এবার বাকু তে 29 তম সন্মিলেন শুরু হয়েছে।   জ্বালানি  ব্যবহার ,উন্নয়নশীল দেশ গুলিকে অর্থ সাহায্যের প্রশ্ন  আমেরিকার  প্রেসিডেন্ট  ডোনাল্ড  ট্রাম্প এর ভূমিকা ইত্যাদি প্রশ্নে বাকু সন্মলেন  সর্বসম্মত  সিদ্ধান্ত পৌঁছান যাবে বলে মনে হয় না। তবে কি উষ্ণতার সীমা নিয়ন্ত্রণ করা যাবে না।  মনে হচ্ছে সেরকমই।আজ 14নভেম্বর দেশের রাজধানী নয়া দিল্লি কুয়াশা অন্ধকার ধুঁয়া তে   ভরে গেছে
কাছের মানুষ কে দেখা  যায় না। সবদিকে দূষণ ঘন কুয়াশা । পাশের রাজ্যে  হরিয়ানা ফসলের গুড়ি জ্বালানোর ফলে ধোঁয়ার সৃষ্টি।।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.