তৃনমূল রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচন হয় না ,৬ কেন্দ্রে আজ উপনির্বাচন পূর্বাভাস সেরকমই
নয়া ঠাহর ,কোলকাতা , পশ্চিমবঙ্গে ছয়টি বিধানসভা কেন্দ্র আজ উপনির্বাচন অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ নির্বাচন হয়না।অশান্তি হবেই।অপরদিকে আজ অসমের কয়েকটি কেন্দ্রে আপ নির্চাচন অনুষ্ঠিত হবে। বঙ্গে তাল ডাঙ্গরা , সিতাই , হারোয়া, মেদিনীপুরে নৌহাটি , মাদারিহাটে
অসমে ৫ কেন্দ্রে ধোলাই ,সিদলি ,বিহালি সামাগুড়ি ,বঙ্গাগাও , ভোট হচ্ছে। এখন পর্যন্ত কোনো অশান্তি খবর নেই।
কোন মন্তব্য নেই