Header Ads

লক্ষ কোটি র পথে

লক্ষ্য কোটির পথে আদানি অম্বানী

এখন ১ লক্ষ কোটি ডলার শেয়ারমূল্যের  সংখ্যা হাতে গোনা। ব্যক্তির সংখ্যা শূন্য। আগামী কয়েক বছরে এই পরিসংখ্যান অনেকটাই বদলে যেতে পারে বলে অনুমান করেছে শিল্প ক্ষেত্রের পেশাদারী প্রশিক্ষণ সংস্থা ইনফর্মা কানেক্স অ্যকাডেমির রিপোর্ট। রিপোর্ট বলা হয়েছে আমেরিকার বৈদ্যুতিক গাড়ি সংস্থা টেসলার কর্ণধার তথা বিশ্বের ধনীতম ব্যক্তি ইলন মাস্কের  সম্পদ এখন ২৩,৭০০ কোটি ডলার। বছরে ১১০%  বৃদ্ধির কাঁধে চড়ে ২০১৭ সালে পৃথিবীর প্রথম ব্যক্তি হিসেবে ১ লক্ষ কোটি ডলারে পৌঁছে যেতে পারেন তিনি। বিশ্বের ১৩ তম ধনী ব্যক্তি আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি। সম্পদ প্রায় ১০,০০০ কোটি ডলার। সাম্প্রতিক কালের বৃদ্ধির ধারাবাহিকতা যদি বজায় থাকে তা হলে দ্বিতীয় ব্যক্তি হিসেবে ২০২৮ সালে ওই মাইকফলন আক্রমণ করবেন তিনি। আর তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী মুকেশ আম্বানী তা করতে পারেন ২০৩৩ সালে। তার সম্পদের পরিমাণ এখন ১১,১০০ কটি ডলার। রিপোর্টে উল্লেখ, অম্বানীর রিলায়্যাস ইন্ডাষ্ট্রিজ ২০৩৫ সালে প্রথম ভারতীয় সংস্থা হিসেবে ওই সীমা পার করতে পারে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.