সন্দীপ ঘোষের ফ্ল্যাট নিয়ে প্রশ্ন
সন্দীপের ফ্ল্যাট নিয়ে উঠছে প্রশ্ন
আর জি করে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য। সেই ঘটনায় নাম জড়িয়েছে আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। আর্থিক দুর্নীতির অভিযোগে সিবিআইয়ের হাতে গ্ৰেফতার হয়েছেন সন্দীপ। আর সেই সন্দীপের সঙ্গে জড়িয়ে রয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের নামও। তিনি দীর্ঘ দিন মুর্শিদাবাদ মেডিক্যালের অস্থি চিকিৎসার বিভাগীয় প্রধান ছিলেন। তেমনই বহরমপুরের একাধিক বেসরকারি সংস্থাতেও তিনি কাজ করেছেন। সন্দীপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠতে একাধিক জায়গায় তাঁর বিপুল সম্পত্তি, ফ্ল্যাট, বাড়ি, বাংলোর খোঁজ মিলেছে। এ রকমই বহরমপুর শহরের গোরাবাজার বাবুপাড়ায় তাঁর একটি দু'কামরার ফ্ল্যাট রয়েছে।
এই ফ্ল্যাটটির বর্তমান বাজার দর ৩০-৩২ লক্ষ টাকা। সেই ফ্ল্যাটের হদিশ পেতে হইচই শুরু হয়েছে বহরমপুরেও।
সন্দীপ মুর্শিদাবাদ মেডিক্যালে ২০১৩-১৭ সাল পর্যন্ত অস্থি চিকিৎসা বিভাগে ছিলেন। সেই চিকিৎসা বিভাগে ছিলেন। সেই সবাদে বহরমপুরের থাকার সময় খোলাবাজারে বাবুপাড়ায় একটি অভিজাত আবাসনে ২০১৪ সাল নাগাদ একটি দু'কামরার ফ্ল্য্যাট কিনেছিলেন। আবাসনের বাসিন্দারা জানিয়েছেন, সে সময় মাঝে মধ্যে সন্দীপ তাঁর ফ্ল্যাট আসতেন থাকতেন, চলে যেতেন। আবাসনের নীচে গাড়ি রাখার একটি গ্যারাজও তাঁর নামে বরাদ্দ রয়েছে। তবে বছর তিনেক হল আবাসনের বাসিন্দারা সন্দীপকে দেখতে পাননি। তবে সন্দীপ না এলেও আবাসনের রক্ষাণাবেক্ষণ খরচ প্রতি মাসে নিয়মিত পাঠিয়ে দিতেন বলে আবাসনের সদস্যরা জানিয়েছেন।
ওই আবাসনের বাসিন্দা সুমিত রায় বলেন, "আমি ২০১৫ সালের এপ্রিল মাসে এসেছি। তার আগে থেকে এখানে সন্দীপের ফ্ল্যাট ছিল। বছর তিনেক আগে তাঁর এই ফ্ল্যাট শেষ বার দেখেছিলাম। এখন ফ্ল্যাটে সব সময় তালা দেওয়া থাকে। তাঁর গ্যারাজ ভাড়া নিয়ে অন্য এক জন ব্যবহার করেন। তবে আবাসনের অনেকেই জানতেন না যে সন্দীপ ঘোষ সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছে তিনি এই ফ্ল্যাটের মালিক। আর জি করের ঘটনা প্রকাশ্য আসতেই অবসানের লোকজন জেনেছে যে সেটি সন্দীপের ফ্ল্যাট।
কোন মন্তব্য নেই