Header Ads

মাধ্যমিক পরীক্ষায় Nagaon তৃতীয় স্থানে দেবশ্রী কাশ্যপ

মেট্রিকে নগাঁওতে দেবাশ্রী কাশ্যপের শীর্ষে তৃতীয় স্থান লাভ।
ভবিষ্যতে সু -নাগরিক হ ওয়ার মন।
রামানুজন ছিনিয়র ছেকেন্ডেরী স্কুলে উৎসব মুখর পরিবেশ।
সুনীল রায় নগাঁও ২০ এপ্রিল:-আজ ঘোষিত হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষাতে নগাঁওয়ের ব্যক্তিগত খন্ডের অগ্ৰণী শিক্ষানুষ্টান রামানুজন ছিনিয়র ছেকেন্ডেরী স্কুলের দেবাশ্রী কাশ্যাপে শীর্ষের তৃতীয় স্থান (ক্রমিক-৫)দখল করে নগাঁও বাসীকে সু-খবর বহন করে এনেছে। নগাঁও শহরের শিবনগর ৭নং উপ -পথের নিবাসী তথা পরিবহন বিভাগের কর্মচারী জযন্ত তামুলী এবং জুনমনি বরার মেয়ে দেবশ্রী কাশ্যাপে রাজ্যটির ভিতরে শীর্ষের এই স্থান লাভ করাতে শিক্ষানুষ্টান টির সাথে পরিযাল এবং নগাঁও বাসী উৎফুল্লিত হয়ে পরেছে।আন্যদিকে সংবাদ মাধ্যমের কাছে দেবশ্রীযে জানতে দেয় য়ে " ভাল ফলাফল আশা করেছিলাম যদিও স্থান লাভ করবো  বলে আশা করি নাই। এখোন স্থান লাভ করে অতি আনন্দিত হয়েছি। খুব ভাল লাগছে।"কোনো বাড়ীর শিক্ষকের সহায়‌ না নেওয়া করে নিয়মিত ভাবে অধ্যয়ন করা ছাত্রীজনের এই সাফল্যের মূল হলো শিক্ষানুষ্টানটির শিক্ষক - শিক্ষয়িত্রী এবং নিজের পিতৃ- মাতৃ আছে বলে উল্লেখ করে।মাতৃ জুনমনি বরায় ছাত্রী জনের অধ্যায়নের ক্ষেত্রে বিশেষ ভাবে দৃষ্টি রেখেছিল।পঢ়া-, শুনার সমান্তরাল ভাবে সংগীতের চর্চা করে ভাল পাওয়া দেবাশ্রীয়ে সুন্দর ভাবে গীত গাইতে পারে। রামানুজন ছিনিয়র ছেকেন্ডেরী স্কুলে উচ্চতর মাধ্যমিক বিজ্ঞান শাখাতে নাম ভর্তি করে ভবিষ্যতের পদক্ষেপে এগিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে ছাত্রীজনে। ভবিষ্যতে একজন সু-নাগরিক হ ওয়ার মন‌ছাত্রী জনের। মোট ৫৮৮নম্বর লাভ‌ করে শীর্ষের তৃতীয় স্থান প্রাপ্ত ছাত্রীজনে অসমীয়াতে ৯৯, ইংরাজীতে ৯৬, সাধারণ গনিতে ৯৬, সাধারণ বিজ্ঞানে ৯৭, সমাজ বিজ্ঞানে১০০, এবং উচ্চগনিতে ১০০লাভ করতে সক্ষম হয়েছে। ছাত্রীজনের এই সাফল্যে আজ বিদ্যালয়টিতে এই উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.