Header Ads

ধূ ধূ বালির মরুভূমি দুবাই বন্যা ঝড় বৃষ্টি তে ভাসছে

মৌমিতা দাস কান্দি জেল রোড :  ২৪ ঘন্টায় দেড় বছরের বৃষ্টি বানভাসি দুবাই

ঝাঁ চকচকে শপিং মলের দোকানে সিলিং থেকে ঝরঝর করে ঝরে পড়ছে জল। দুবাইয়ের মতো বিশ্বর উন্যতম ব্যস্ত অন্তর্জাতিক বিমানবন্দরের সামনে রাখা দামী দামী বিদেশী গাড়িগুলি অর্ধেক জলের তলায়। বিমানবন্দরের ট্যাক্সিংয়ে রাখা বিমানগুলিও যেন জলের তোড়ে ভেসে বেড়াচ্ছে।‌ সমাজমাধ্যমের প্লাটফর্ম গুলির দলিতে বিশ্বের কোণায় কোনায় পৌঁছে গিয়েছে এই সব ছবি আর ভিডিয়োর টুকরো। শুধুমাত্র সংযুক্ত আরব আমিরশাহির গ্ল্যামার আর চাকচিক্যে মোড়া আমাদের এই শহরই গত 24 ঘন্টার অভূতপূর্ব বৃষ্টিপাতের বিপর্যস্ত ওমান বাইরাইনের মতো পশ্চিম এশিয়ার আরো কয়েকটি দেশেও।
এর মধ্যে অবশ্য সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি সংযুক্ত আরব আমিরশাহিরই। দুবাইয়ের আবহাওয়া দফতর জানাচ্ছেন সাধারণত দেড় বছরে এ দেশে যতটা বৃষ্টিপাত হয় সেই পরিমাণ বৃষ্টি হয়েছে শুধুমাত্র 24 ঘন্টার ১৯৩৯ সাল থেকে এমন বিপুল বৃষ্টি দেখেনি এই দেশ।ফলে শুষ্ক মরুঝড়ে অভ্যস্ত দুবাই শহরে চেনা ছবিটি পুরোপুরি পাল্টে গিয়েছে । বড় বড় সড়কগুলির কোথায় কোথাও জল এতটা বেড়ে যে মাঝ রাস্তায়  বিকল হয়ে গিয়েছে বিলাসবহুল সব গাড়ির ইঞ্জিন। দুবাইবাসী কিন্তু এই বিপর্যয় একে অপরের পাশে। হাসিমুখে অন্যের গাড়ি ঠেলে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন অনেকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.