Header Ads

দেশে এই মুহুর্ত ৫০০কোটি গাছের প্রয়োজন ,এসি তার বিকল্প হতে পারে না,চরমবিপদ ঘনিয়ে আসছে

নয়া ঠাহর ,।অমল গুপ্ত: কোলকাতা:,  দেশে  পরিবেশ পরিবর্তন  দ্রুত পাল্টাচ্ছে। জঙ্গল পাহাড় গাছ গাছালি   ধংস হচ্ছে। নীতিহীন চরিত্র হীন মানুষ এসি মেশিন চালিয়ে বাঁচতে চাইছে। এ সি  তাপ মাত্রার সঙ্গে দূষণ ছড়াচ্ছে । এই মুহুর্ত দেশে ৫০০কোটি গাছের জরুরি প্রযোজনা। দেশে ৪২ডিগ্রি সেলসিয়াস থেকে  তাপমাত্রা শুরু হয়েছে    একমাত্র লাখ লাখ গাছ আর সবুজ ছায়া অঢেল অক্সিজেন উৎপাদন করে দেশ কে বাঁচাতে পারে জলের সৃষ্টি করতে পারে। বোকা মানুষ নিজেদের বিপদ নিজেরা ডেকে আনছে এসি আর কুলারের পিছনে লুকিয়ে বাঁচতে চাইছে। দেশের অসাধু  শিল্পপতি রা  টিভির চ্যানেল এসি , কুলার এ বিজ্ঞাপন দিয়ে কোটি কোটি টাকার মুনাফা লুটছে। জরুরি গাছ লাগানো পরামর্শ দিচ্ছে না। বেলুড় মঠ এর মত  সমাজসেবী সংস্থা গাছ লাগানোর পরামর্শ দিচ্ছে , নীতি হীন মানুষ  গুরুত্ত দিচ্ছে না। দেশে তাপ প্রবাহ  চরমে, প্রচন্ড জল কষ্ট শুরু হয়েছে। দেশের গনতন্ত্র উৎসব চলছে। নোংরা ভোটের রাজনীতি দেশকে  কোথায় নিয়ে যাবে ? জল সংরক্ষণ পরিবেশ সচেতন নিয়ে প্রচামাধ্যমের ভূমিকা নেই,  দেশে পবিত্র নদি গঙ্গা দূষণ রোধে কেন্দ্র প্রায় ৫হাজার কোটি বিনিয়োগ করেছিল । সবটাই দুর্নীতির জলে ভেসে গেছে বলে অভিযোগ  বিশ্বের  বৃহত্তম মরু প্রদেশ দুবাই বন্যায় ভেসে গেল। বিশ্ব পরিবেশ দ্রুত পরিবর্তন হচ্ছে,  হাতে সময় নেই  নিজেদের বাঁচতে দেশকে বাঁচাতে  গাছ লাগান  অক্সিজেন উৎপাদন করুণ সবুজ  জঙ্গল সৃষ্টি করুন। নতুবা নিজেরা বাঁচবেন না বাঁচবে না দেশ ও।(  বিশিষ্ট সাংবাদিক জয়শ্রী বসুর  সৌজন্য )















কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.