Header Ads

নগাঁও ভোটে উৎসাহ উদ্দীপনা বিপুল

নগাঁওতে ভোটারের উৎসাহ জনক উদ্দীপনা।
সুনীল রায় নগাঁও ২৬ এপ্রিল ;- ভোটার জনগনের ব্যাপক উৎসাহ জনক উদ্দীপনা নগাঁও লোকসভা কেন্দ্রে আজ দুই-একটি বিসংগতির বাদে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়। সাংসদীয় কেন্দ্রটিতে সকাল হতে নিজের ভোটাধিকার সাব্যস্ত করার জন্য জনগনে উৎসাহ উদ্দীপনা করে বের হয়ে আসার সাথে নব প্রজন্মের ভোটারের উৎসাহ ছিল লক্ষনীয়।এমনকি নব্বই বছরের উর্ধের বৃদ্ধা-বৃদ্ধিয়ে নিজের গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করার জন্য বের হয়ে আসে। ভোটদানের জন্য নির্বাচনী আয়োগে বিশেষ ভাবে সক্ষম লোকদের গ্ৰহন‌ করা ব্যবস্থার পরিপ্রেক্ষিতে সাংসদীয় কেন্দ্রটিতে বহু বিশেষ ভাবে সক্ষম লোকেও ভোটদান করার সুযোগ লাভ করে।একশ শতাংশ ভোট দান সফল করার লক্ষ্যে বিশেষ ভাবে সক্ষম লোকের জন্য সাংসদীয় কেন্দ্রটিতে অংগনবাদী কর্মী এবং সহায়িকাকে নিয়োজিত করার সাথে কয়েকটি ভোট গ্ৰহন কেন্দ্রে গাড়ীর ব্যবস্থা করাতে সাংসদীয় কেন্দ্রটিতে গরিষ্ঠ সংখ্যক বিশেষ ভাবে সক্ষম লোকে নিজের ভোটাধিকার সাব্যস্ত করে। বিশেষ করে জেলাটির ধর্মীয় সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল সমূহের ভোটগ্ৰহণ কেন্দ্র সমূহতে সকাল সাতটা হতে পুরুষ -মহিলা শ শ ভোটারে দীর্ঘ লাইন পাতা পরিলক্ষিত হয়।আজ সন্ধ্যা পাঁচটা পর্যন্ত নগাঁও জেলাতে ভোটদানের হার ছিল ৭১'১৪শতাংশ। যেহেতু ভোট গ্রহণ কেন্দ্র সমূহতে ভোট দিতে আসা ভোটারে এখন ও ভোটদাতার প্রচন্ড ভির পরিলক্ষিত হ ওয়াতে জেলাটিতে ভোটদানের হার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। নগাঁও জেলা প্রশাসনে প্রকাশ করা তথ্য অনুযায়ী,আজ সন্ধ্যা পাঁচটা পর্যন্ত নগাঁও নির্বাচনী জেলার অন্তর্গত বিভিন্ন বিধানসভা কেন্দ্রে ভোটদানের হার এই ধরনের ৫৫নম্বর ধিং বিধানসভা কেন্দ্রের ৭২'০শতাংশ,৫৬ নম্বর রূপহীহাট বিধানসভা কেন্দ্রে ৭১'৬শতাংশ৫৮ নম্বর সামাগুরি বিধানসভা কেন্দ্রে ৭১'৪ শতাংশ,৬০ নম্বর নগাঁও -বটদ্রবা বিধানসভা কেন্দ্রে ৭০'১শতাংশ এবং রহা (তফসিল জাতি)৭১ '২ শতাংশ। উল্লেখ্য যে আজ সকালে নগাঁও লোকসভা কেন্দ্রের বিজেপি দলের প্রার্থী সুরেশ বরায় উরিয়াগাঁত্তের মজলীয়া বালিকা বিদ্যালয় ৭৭ নম্বর ভোট গ্ৰহন কেন্দ্রে নিজের ভোটাধিকার সাব্যস্ত করে। আন্যদিকে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের প্রার্থী প্রদ্যুৎ বরদলৈয়ে মরিকলং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের (উত্তর খন্ড)৫৮নম্বর কেন্দ্রে। এবং এ আই ইউ ডি এফের প্রার্থী আমিনুল ইসলামে পরমাই ভেটি এল পি স্কুলে ভোট গ্রহণ কেন্দ্রে নিজ নিজ ভোটাধিকার সাব্যস্ত করে। আন্যদিকে নগাঁও -বটদ্রবা বিধানসভা কেন্দ্রের বিধায়ক রূপক শর্মা কিরনবালা বালিকা বিদ্যালয়ে ভোটগ্ৰহন কেন্দ্রে ,জ্যেষ্ট বিজেপি নেতা তথা প্রাক্তনপৌরকমিশনার অনুপ সাহা আজ হয়বরগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ে ভোট দান করেন, সামাগুরি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা কংগ্রেস নেতা রকিবুল হুছেইনে সামাগুরির ১৬৫ নম্বর করৈগুরী মজলীয়া বিদ্যালয়ে ভোট গ্রহণ কেন্দ্রে ভোটদান করে।লোকসভা নির্বাচনে নয় নম্বর নগাঁও লোকসভা কেন্দ্রের নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ প্রার্থী  বিজেপির সুরেশ বরা, ভারতীয় জাতীয় কংগ্রেস দলের প্রদ্যুৎ বরদলৈ,এআই ইউ ডি এফের আমিনুল ইসলাম সহ ১৩, জন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.