Header Ads

পায়ে হেঁটে নয় চ্যাঙ দোলা করে মানুষ ভালবেসে নিয়ে এসেছে , মাটির স্পর্শ পায়নি :মিঠুন চক্রবর্তী

নয়া ঠাহর কান্দি   জেল রোড , মুর্শিদাবাদ: দেশের বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী আজ কান্দি হেলিফক্স ময়দানে বলেন সিএ এ আইন মুসলিম বিরোধী নয়, তাদের  তাড়ানো   জন্যে নয়, ভারতে মুসলীম জনগোষ্ঠী যেমন আছে তেমনি থাকবে। আমি আবার এখানে আসবো যদি ভুল বলে থাকি তবে আপনাদের থু থু আমি  চটবো। এই আইন হিন্দু , শিখ , খ্রিস্টান দের নাগরিকত্ত দেওয়ার আইন কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া জন্যে নয় মুসলিম বিরোধী নয়। ভোট  শেষে সবাই ভুলে যাবে।  মুসলিম সমাজ কে ভোট দেওয়ার আগে একবার ভাবার কথা বলেন মিঠুন।বলেন তৃনমূল মিথ্যা প্রচার চালাচ্ছে। বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী বলেন তিনি ভোটের প্রচার করতে গিয়ে বিরোধী দলকে আক্রমণ করেন না।  সিনেমার ডায়ালগ দেবার আর্জি মেনে বলেন সাপকে নিয়ে ডায়ালগ বলার জন্যে তাঁর বিরোদ্ধে হিংসা ছাড়ানো অভিযোগ তুলে তৃণমূল সরকার মামলা ঠুকে দিয়েছিল। তিনি একটু অন্য ভাবে কোবরা সাপকে নিয়ে ডায়ালগ বলেন। বলেন তিনি খবর করেন না খবর তৈরি করেন ।। বহরমপুর থেকে রোড শো করে কান্দি আসার সময় প্রচণ্ড ভিড়ে র মধ্যে পড়েন ।কান্দির মানুষ ভালবাসা দিয়ে প্রায় চ্যাঙ দোলা করে কান্দি তে আনেন। তাঁকে মাটি স্পর্শ করতে হয়নি। সেই ভালবাসা কথা বলেন মিঠুন। মিঠুন বলেন  এবার অন্য রকম ভোট হবে গেম হবে আম্পায়ার হবেন বিজেপি প্রার্থী নির্মল সাহা একটি একটি করে উইকেট পড়বে পর পর চারটি উইকেট পড়বে।আর জয় শ্রীরাম জয়ধ্বনি স্লোগান চলবে। কান্দি বাসীর ভালবাসা আবেগ অনুভুতি র প্রতি  সম্মান জানিয়ে মিঠুন  চক্রবর্তি দুর্গাপুরের উদ্দ্যেশ্যে কনভয় ধরেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.