Header Ads

বাজারে আগুন লেগেছে কাটা বিঁধছে হাতে, অমিত শাহ , হিমন্ত বিশ্ব শর্মা গোলাপের পাপড়ি ছড়িয়ে বরাক সফরে পা রাখলেন

নয়া ঠাহর , শিলচর : বাজারে আগুন লেগেছে  হাতে  কাঁটা  বিঁধছে   কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ  ও অসমের মুখ্য মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা লাল গোলাপের পাপড়ি  ছড়িয়ে   শিলচর বাসীর মন জয়ের চেষ্টা করলেন। ছোট গাড়িতে সাংসদ রাজদীপ রায় আর বিজেপি পার্থী পরিমল সুক্ল বৈদ্য ছিলেন।আজ ভিড়ে র মধ্যে রোড শো করলেন   অমিত শাহ।  খুবই  প্ল্যান করে  নানা অজুহাত দেখিয়ে  শক্তি শালি বিজেপি নেতা ডাক্তার রাজদীপ রায়কে ভোট ময়দান  থেকে সরিয়ে দেওয়া হল। লোকসভার অধিবেশনে   ডাক্তার রাজদীপ রায়ের ইংরেজি উচ্চ স্তরের বক্তব্য দেশ বাসী শুনেছে। অসমের জ্বলন্ত সমস্যা তুলে ধরেছিলেন। শিলচর বাসীর মনের কথা জানবার চেষ্টা করেনি  দিশ পুর। এক দুর্বল বিজেপি নেতা কে মাঠে নামালেন।  করিমগঞ্জ বিজেপি পার্থী ও দুর্বল। বরাকের জ্বলন্ত সমস্যা সংসদের ৫৪৩জন সংসদ কে   ছাপিয়ে অসমে পৌঁছাবে কী?  মুখ্য মন্ত্রী দুই দুর্বল কে  সংসদে দুয়ার অবধি   পৌঁছিয়ে দেবার  ক্ষমতা রাখেন। তাতে বরাক বাসীর কোন সমস্যা সমাধান হবে কি? বরাকের রাস্তা ঘাট এ হাঁটা যায় না ।কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী আসবেন রাত জেগে পূর্ত  বিভাগ রাস্তা মেরামত করেছে। তৃণমূল নেত্রী সুস্মিতা দেব  প্রশ্ন তুলেছেন শিলচর বাসী কে বারোমাস ভাঙ্গা মেরামত করা রাস্তাতে হাঁটতে হবে  ?, পাকা রাস্তা পাবে না?  অসমে আলু বিক্রি হচ্ছে ৩০-৩৫ -৪০ টাকা কেজি দরে নিয়ন্ত্রণ নেই। শিলচরের ভাঙ্গা রাস্তা স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ র   ছড়ানো  র লাল গোলাপের পাপড়ি র  স্পর্শ পেলো। কত টাকা কেজি দরে গোলাপ কেনা হয়েছে?  আলুর থেকে বেশি দরে?  সেই গোলাপ শিলচর বাসীর  মন ছুঁতে পারবে কি?


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.