Header Ads

পশ্চিম বঙ্গের ২০১৬সালের ২৫ হাজার নিয়োগ বাতিল করলেন কোলকাতা হাইকোর্ট

নয়া ঠাহর , কলকাতা: পশ্চিম বঙ্গে  ২০১৬ সালের মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ ২৫হাজা৭৫৩র  জনের চাকরি বাতিল করলেন কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। দুই বিচারপতি রায়ে জানিয়েছেন ১৭রকম পন্থা অবলম্বন করে শিক্ষক দের নিয়োগ দূর্নীতি করা হয়েছিল। বেআইনি নিয়োগ প্রাপ্ত শিক্ষক দের চার সপ্তাহ মধ্যে সুদ সহ বেতন ফেরত দিতে হবে। না দিলে ৬ সপ্তাহর মধ্য সেই বেতন ফিরিয়ে দেবার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসক দের।। এস এস সি র২০১৬ সালের পুরো প্যানেল বতিল করেছে হাইকোর্ট । মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায়  হাই কোর্টে রায় কে  প্রায় চ্যালেঞ্জ করে বলেন তারা হাই কোর্টে রায়ে র বিরুদ্ধে সুপ্রিম কোর্ট যাবেন। বিচাপতিদের দিকে আঙুল তোলেন। ভোটের মধ্য বড় ধাক্কা খেল তৃণমূল সরকার। প্রাক্তন  বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর দেওয়া রায় কে বহাল রাখলেন কোলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ। উত্তর প্রদেশ এর গাজিয়া বাদে  om r sheet কারচুপি করা হয়েছিল। বীরভূমের নল হাটির ক্যান্সার রুগী সোমা দাসের  চাকরি টি অক্ষত আছে। মানবাধিকার কারণে টা করা হয়েছে।বাকি ২৫ ৭৫৩জনের চাকরি গেল।এর মধ্যে ১৯ হাজার ক্যান্ডিডেট যোগ্যতার ভিত্তিতে চাকরি পান  তাদের  ও চাকরি গেল।  সুপার  নিউ মারিক  বা  অতিরিক্ত পদ সৃষ্টি করা  হয় তৃণমূল মন্ত্রী সভা সেইপদ গুলি অনুমোদন করে বলে কোলকাতা হাই কোর্টে  র ৩০০ পাতার তদন্ত প্রতিবেদন উল্লেখ করা হয়েছে। নির্বাচনে র পর যোগ্যতা বা মেধা থাকা ক্যান্ডিডেট দের    তালিকা তৈরি করে চাকরী ফিরিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে.।২০১৬সাল থেকে টাকা দিয়ে যে সব শিক্ষক চাকরি পেলেন তাদের দেওয়া শিক্ষা গ্রহণ করা লাখ লাখ ছাত্রর ভবিষ্যত কি হবে?  নির্বাচনে দায়িত্ব পাবে তো বাতিল শিক্ষকরা।?কোলকাতা হাই কোর্টে র দুই  বিচারপতি  দেবানশু বসাক ও বিচারপতি  মহম্মদ  শব্বর রশিদি এই   গুরুত্তপূর্ন রায়  কে ঘিরে রাজ্য রাজনীতির সরগরম। আদালত অবমাননা র রুল  জারি করবে কোলকাতা হাইকোর্ট। বিচারপতি জে এম বাগচী  আদালতের রায়ের বিরুদ্ধে তৃনমূল সরকারের  স্থিতি   জানাবার  নির্দেশ দিয়েছেন।  সরকারের পক্ষে মূখ্য সচিব কে এই দায়ভার নিতে হবে।
 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.