Header Ads

দেশের ১৩ টি রাজ্যের ৮৮টি লোকসভা কেন্দ্রে আজ দ্বিতীয় দফায় ভোট , প্রধানমন্ত্রী ভাষণ

নয়া ঠাহর ,কোলকাতা : দেশের ১৩টি রাজ্য এ ৮৮টি কেন্দ্র আজ ভোট। পশ্চিমবঙ্গে রায় গঞ্জ বালুরঘাট আর দার্জিলিং ভোট হচ্ছে ।অশান্তির  রাজ্য বঙ্গ ব্যতিক্রম। অশান্তি গন্ডগোল হবেই। বঙ্গে  এখনও ভোট দানের সুষ্ঠ   বাতাবরণ  তৈরি  হয়নি। পুলিশ প্রশাসন নিরপেক্ষ নয়। ভোট গ্রহণের ঘণ্টা তিনেক হয়েছে প্রায় ৩০০ অভিযোগ জমা পড়েছে। কেন্দ্রীয় বাহিনী কে যথা যথ ব্যবহার করা হচ্ছে না। বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন  ভোট দিতে তৃণমূল বাধা দিচ্ছে। ময়না তে বিজেপি কর্মী খুন হয়েছে।  প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী আজ মালদহ তে বলেন তৃণমূল সরকাব হাজার  হাজার কোটি  টাকা দূর্নীতি তে লিপ্ত হয়েছে। এই পূর্ন ভূমিতে বিবেকানন্দ  রামকৃষ্ণ দেব , রবীন্দ্র নাথের জন্ম হয়েছে। বলেন কেন্দ্রের পাঠানো টাকা তৃণমূল দালাল রা আত্মসাৎ করেছে। বাংলা তে কমিশন ছাড়া কাজ হয়না।  এখানে মহিলাদের সম্মান নেই। তৃণমূল যুব প্রজন্মের ভবিষ্যত নিয়ে   খেলা করছে। তিনি বলেন ২৬হাজার যুবকের খুশি কেড়ে নিল তৃণমূল সরকারে। এদিকে আজ সন্দেশ খালীতে অস্ত্র ভান্ডার এর খোঁজ পেয়েছে সেনা বাহিনী। দেশী বিদেশী অস্ত্র  বিস্ফোরক সামগ্রী  অত্যাধুনিক রোবট ঘুরে ঘুরে অস্ত্র খুঁজছে। নানা ঘটনায় ভোট শেষ হল। শান্তি পূর্ন ভোট হলনা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.