Header Ads

জলবায়ু পরিবর্তনে ক্ষতি অর্থনীতির, সতর্কবার্তা

জলবায়ু পরিবর্তনে ক্ষতি অর্থনীতির, সতর্কবার্তা 
 কান্দি: মৌমিতা দাস

জলবায়ু পরিবর্তনের কারণে ২০৫০ সাল পর্যন্ত প্রত্যেক বছর বিশ্ব অর্থনীতিকে ৩৮ লক্ষ কোটি ডলার করে মূল্য চোকাতে হবে বলে দাবি করা হল জার্মানির পোটসডাম ইনস্টিটিউিট ফর ক্লাইম্যাট রিসার্চের বিজ্ঞানীদের করা এক সমীক্ষায়। তাঁদের দাবি মূলত তাপমাত্রা বৃদ্ধির কারণে আগামী মূলত তাপমাত্রা বৃদ্ধির কারণ আগামী ২৫ বছর বিশ্ব অর্থনীতির আয় কমবে ১৯% উল্লেখযোগ্য এই উষ্ণায়নের জন্য যে সমস্ত দেশ কম দায়ী তারাই ক্ষতিগ্রস্ত হবে সবচেয়ে বেশি। কারণ এই সমস্যা মোকাবিলার ক্ষমতা তাদের সবচেয়ে কম। বিশ্বের ১৬০০টি অঞ্চলের গত ৪০ বছরের জলবায়ু খতিয়ে দেখে রিপোর্টটি তৈরি হয়েছে। সাময়িক পত্রিকা নেচার-এ প্রকাশিত হয়েছে রিপোর্টটি। সমীক্ষক দলের অন্যতম সদস্য ম্যাক্সিমিলিয়ন কোটজ  বলেন অতীতের নিঃসরণের কারণ ২০৪৫ সালের মধ্যে বিশ্ব অর্থনীতির ক্ষতি ১৯%। যা বিশ্বের জিডিপির ১৭% কমার সমান। রিপোর্টে আরও জানানো হয়েছে আগামী আড়াই দশকে দক্ষিণ এশিয়া এবং আফ্রিকার দেশগুলি সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.